Cover Story Entertainment অক্টোবর থেকে মার্কিন সিরিজে বনিতা By abc on May 09, 2019 বনিতাগত বছর ১৩ এপ্রিল মুক্তি পাওয়া ‘অক্টোবর’ ছবির কথা মনে আছে? বরুণ ধাওয়ান ছাড়া এই ছবিতে আরও ছিলেন বনিতা সান্ধু ও গীতাঞ্জলি রাও। এই ছবির জন্য বরুণ ধাওয়ান ৬৪তম ফিল্মফেয়ারে সমালোচকদের রায়ে সেরা অভিনেতার পুরস্কার পান। গীতাঞ্জলি রাও এই ছবিতে অনবদ্য অভিনয় করে পান সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার। বনিতা সান্ধু পুরস্কার না পেলেও এবার তাঁকে দেখা যাবে মার্কিন টিভি সিরিজে।সি ডব্লিউ নেটওয়ার্কের জন্য এই বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর অ্যাকশন সিরিজ তৈরি হচ্ছে। নাম ‘প্যান্ডোরা’। ‘অক্টোবর’ দিয়ে চলচ্চিত্র অভিষেক হওয়ার পর প্রশংসিত হয় সান্ধুর অভিনয়। সবাই ভেবেছিল, এরপর বুঝি চলচ্চিত্রে নিয়মিত হবেন তিনি। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ হয়েছে। তাঁকে দেখা যায়নি আর কোনো চলচ্চিত্রে। দিলজিৎ দোসাঙ্গের একটা মিউজিক ভিডিও ছাড়া আর কোনো ভারতীয় প্রজেক্টও সাইন করেননি তিনি। তবে কিসের জন্য অপেক্ষা করছিলেন? মার্কিন এই টিভি সিরিয়ালের জন্য নয়তো? তাহলে বলতেই হয়, অপেক্ষার পালা শেষ। সবুরে মেওয়া ফলেছে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা এসেছে, এই প্রজেক্টে যুক্ত হচ্ছেন বনিতা সান্ধু। গত মঙ্গলবার সি ডব্লিউর অফিশিয়াল পেজ থেকে বলা হয়, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর অ্যাকশন সিরিজ “প্যান্ডোরা”তে সান্ধুর মতো দারুণ অভিনয়শিল্পীর সংশ্লিষ্টতা নিশ্চিত হয়েছে।’ বনিতা সান্ধু আবার এটি টুইটারে শেয়ার করে লিখেছেন, ‘দারুণ আনন্দের সঙ্গে আমার পরবর্তী প্রজেক্টের ঘোষণা দিচ্ছি।’এই সিরিজে আরও থাকবেন অলিভার ডেঞ্চ আর নোয়াহ হান্টলের মতো অভিনয়শিল্পীরা। এই সিরিজের নির্মাণপ্রক্রিয়া শুরু হয়ে গেছে। শুটিং হবে বুলগেরিয়ায়। Post Views: 1,281 Related posts: এশিয়ার সেরা আবেদনময়ী হলেন প্রিয়াঙ্কা চোপড়া মান্নার ভক্তের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ‘অন্তর জ্বালা’ কণকণে শীতে শ্যুটিং নিয়ে যা বললেন তারকারা আবারও মিথিলাকে তাহসানের বিয়ের প্রস্তাব! বিয়ে না করার কারণ জানালেন ক্যাটরিনা বৃষ্টি মানেই ভালোবাসা নয় : জয়া আহসান দীপিকা পাড়ুকোনের মুম্বইয়ের আবাসনে ভয়াবহ আগুন! কারও সঙ্গেই প্রেমের গুঞ্জন শুনতে চাই না: মিনার নীরব শুটিংয়ে তাহসান ও শ্রাবন্তী ভারতীয় বাংলা ছবির প্রভাবশালী সাত নারী রাজনীতিতে মিমি নুসরাত নাবিলা ইভানাকে নিয়ে ধুম্রজালে তানভীর প্রিয়াঙ্কার এই পোশাকের দাম শুনলে চোখ কপালে উঠবে এমি জ্যাকসন মা হতে যাচ্ছেন , বিয়ে আগামী বছর আমিও যৌন নিগ্রহের শিকার, বললেন ফাতিমা ‘এক রাত কম্প্রোমাইজ করতে বলেছিলেন প্রযোজক’ : শ্রুতি মারাঠি মাধুরীকে নিয়ে এখনও আবেগ রয়েছে : সঞ্জয় দত্ত যৌনকর্মীদের সঙ্গে মিশে গেলেন শিমু! 30 best tv series in the ranking What next in NEXT? Why the show got cancelled?