আবারও ইন্দ্রনীল, নায়িকা মৌ

সিনেমাবলিউড আর ভারতের বাংলা ছবিতে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। ভারতের টেলিভিশন নাটকেও দেখা যায় এই অভিনয়শিল্পীকে। বাংলাদেশের সিনেমায় ভারতের এই অভিনয়শিল্পীকে প্রথম দেখা যায় ‘চোরাবালি’ ছবিতে। আজ রোববার দুপুরে জানা গেছে, ভারতীয় এই অভিনয়শিল্পী বাংলাদেশের আরেকটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম ‘নন্দিনী’। পরিচালক সোয়াইবুর রহমান রাসেল। ছবিতে ইন্দ্রনীলের বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের ছোট পর্দার পরিচিত মুখ নাজিরা মৌ।

‘নন্দিনী’ ছবিটি বাংলাদেশি লেখক পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। তামজীদ রহমান এই ছবির চিত্রনাট্য করেছেন। আর ছবিটি প্রযোজনা করছে নয়নতারা লিমিটেড। এটি এই প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম সিনেমা। পরিচালক আর নায়িকারও এটি প্রথম সিনেমা। এর আগে এই পরিচালক নাটক বানিয়ে হাত পাকিয়েছেন।

ভারতের মুম্বাইয়ে টিভি সিরিয়ালের শুটিং নিয়ে এখন তিনি ব্যস্ত। এই অভিনয়শিল্পী বলেন, ‘ছবিতে অভিনয়ের আগে আমরা গল্প দেখি আর নিজের চরিত্রটা দেখি। নতুন এই ছবির গল্পটা ভালো লেগেছে এবং চরিত্রটাও পছন্দ হয়েছে। তাই রাজি হয়েছি। তবে বিষয়টা এমন না যে বাংলাদেশের আগের ছবিতে কিছু পাইনি, যা এই ছবিতে পেয়েছি। কী পেলাম আর কী পাইনি, তা অবশ্য বুঝতে পারব ছবির শুটিং করার পর। ছবির শুটিং পুরোপুরি শেষ হলে তখন বুঝতে পারব, নতুন কিছু আদৌ পেয়েছি কি না।’

ইন্দ্রনীল এর আগে মুহাম্মদ মুস্তাফা কামাল রাজ পরিচালিত ‘সম্রাট’ ছবিতে অভিনয় করেন। ‘নন্দিনী’র গল্প নিয়ে তিনি বলেন, ‘আমি সব সময় তাদের সঙ্গেই কাজ করেছি যাদের প্রতি আমার আস্থা রয়েছে। বেশির ভাগ সময় আমি পরিচালকের দৃষ্টিভঙ্গি ও চিত্রনাট্যের ওপর দৃঢ় থেকেছি, যদি সেটি কোনো উপন্যাস অবলম্বনে নির্মিত হয়, তবুও। এটি একটি ভিন্ন রকমের ভালোবাসার গল্প। এটি আমার জন্য খুবই চ্যালেঞ্জিং। আমি এমন ধরনের চরিত্রে অভিনয় করতে পছন্দ করি, যা আমার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হয়।’

মৌ ও ইন্দ্রনীল ছাড়া ‘নন্দিনী’ ছবিতে ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, মুনিরা ইউসুফ মেমী, জয়শ্রী কর জয়া, ইলোরা গহরসহ আরও অনেকেরই অভিনয়ের কথা রয়েছে।

‘নন্দিনী’ ছবিতে ইন্দ্রনীল কেন? রাসেল বলেন, ‘প্রযোজক যখন আমাকে উপন্যাস পড়তে দেন, সঙ্গে সঙ্গে গল্পটা ভালো লাগে। ভিজ্যুয়ালি হুট করে ইন্দ্রনীলের নামটা মাথায় আসে। তারপরও বাজেট নিয়ে ভাবছিলাম। প্রযোজক বললেন, এগিয়ে যেতে বাজেট খুব একটা বিষয় না। দেড় বছর ধরে এই ছবি নিয়ে অনেক মিটিং হয়েছে। ইন্দ্রনীলের সঙ্গে যোগাযোগ হলো। উপন্যাস পাঠালাম, এরপর চিত্রনাট্য। একপর্যায়ে তিনি সম্মত হলেন। আমারও সুবিধা হয়ে গেল।’

রাসেল এর আগে নাটক পরিচালনা করেছেন। এবারই প্রথম সিনেমা বানাতে যাচ্ছেন তিনি। ২০ সেপ্টেম্বর পুরান ঢাকায় এই ছবির শুটিং শুরু হবে। সিনেমা বানানো প্রসঙ্গে রাসেল বলেন, ‘প্রথম নাটক বানাতে গিয়ে আমার কোনো অনুভূতি ছিল না। ভেবেছিলাম, দেখি কিছু একটা বানাই। সে জায়গা থেকে বলতে পারি, সিনেমা বানাতে এসে মনে হলো, একটা গল্প বলা দরকার, দেখি না কী হয়। চেষ্টা করি একটা গল্প বলার। কোনো কিছু না করে, আমি আসলে গল্পটাই বলতে চাই। সেখান থেকে এক ধরনের স্বপ্ন, রোমাঞ্চ তো আছেই।’

ইন্দ্রনীল জানালেন, ‘নন্দিনী’ ছবির শুটিংয়ে অংশ নিতে ১৯ সেপ্টেম্বর তিনি ঢাকায় আসবেন। এখানে টানা ১০ দিন শুটিং করবেন তিনি।