Cover Story Glamour যত ভোটে এগিয়ে সানি লিওন ! By abc on May 23, 2019 সানি লিওনভারতে ভোটের ফল গণনার দিনে চরম উৎকণ্ঠা আর টানটান উত্তেজনার মধ্যেই হঠাৎ ট্রেন্ড করতে শুরু করেছেন সাবেক পর্নো তারকা ও বলিউড অভিনেত্রী সানি লিওন। না, সানি লিওন নিজে এদিন কিছু করেননি– তাকে হঠাৎ করে আলোচনায় নিয়ে এসেছেন ভারতে রিপাবলিক টিভির জনপ্রিয় ও বিতর্কিত অ্যাঙ্কর অর্ণব গোস্বামী।লাইভ টেলিভিশনে ভোটের ফল গণনার খবর বলতে গিয়ে তিনি এদিন বলে বসেন, ‘ওদিকে পাঞ্জাবের গুরদাসপুর আসনে এগিয়ে আছেন সানি লিওন– না, না, সরি –সানি দেওল!’বিজেপির হয়ে গুরদাসপুর থেকে এবার লড়ছেন বলিউড তারকা সানি দেওল। ২০১৪ তেও এই আসনটি থেকে জিতেছিলেন আরেক বলিউড অভিনেতা প্রয়াত বিনোদ খান্না। কিন্তু অর্ণব গোস্বামীর মুখ ফসকে বলে- ফেলা একটি ভুল বাক্যের জেরে এখন সানি দেওলের চেয়েও হঠাৎ বেশি আলোচনায় চলে এসেছেন সানি লিওন। এই খবর যে সানি লিওন শোনেননি তা কিন্তু নয়। তিনিও শুনেছেন বেশ ভালো করেই। আর এই সুযোগ মজা করতেও ছাড়েননি। নিজের টুইটারে হ্যান্ডেলে এই খবর শোনার পর লিখেছেন, ‘কত ভোটে এগিয়ে আছি আমি?’এমন টুইট পেয়ে ভক্ত-অনুরাগী কি আর চুপ থাকতে পারেন? সানি লিওনের সরস প্রশ্নের রসালো উত্তরে ভরে যেতে লাগলো মন্তব্য বাক্স। হতে শুরু করলো টুইট-রিটুইট। সানি লিওনের এক ভক্ত লিখেছেন, ‘তুমি ১৩৫ কোটি ভারতীয় হৃদয়ে এগিয়ে রয়েছে।’এমনিতেই ভারতে সবেচেয়ে বেশি গুগল সার্চ করা চরিত্রগুলোর অন্যতম সানি লিওন – কিন্তু ভোট গণনার মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিনেও তাকে মানুষ সার্চ করতে শুরু করেছেন! Post Views: 1,761 Related posts: আধখোলা ডেনিম জ্যাকেট, সঙ্গে অমলিন হাসি, ফের ভাইরাল সুহানা শাকিবের ‘নয়া নায়িকা’ রোদেলা কী বিবাহিত? গল্প বদলের যে হাওয়া লেগেছে সেটি ইতিবাচক : পূজা চেরি বেস্ট যদি কিছু পাই, তবেই সিনেমা করব: তিশা নতুন বছরে দুই বাংলার প্রেক্ষাগৃহে সোহানা সাবা ভারতীয় বাংলা ছবির প্রভাবশালী সাত নারী রাজনীতিতে মিমি নুসরাত ‘হার্টথ্রব’ রোশানের সঙ্গে আসছেন ‘ড্রিমগার্ল’ অধরা হাল ফ্যাশনের ১০টি নতুন কুর্তির ডিজাইন দেখুন প্রিয়া প্রকাশ প্রেম করছেন সেই ভ্রু নাচিয়ে? আড্ডায় জন্মদিন পার শিমুর All about Ira Khan and her controversies Maisie Williams in The New Mutants : going to release later this year Shiny hair in natural conditioner with 4 steps Easy hair care tips at home in lockdown Want to get long hair? Follow these rules স্বামীর নারী ভক্তদের জ্বালায় অতিষ্ঠ মুমতাহিনা টয়া It’s a Big Turning Point for Me: Amanda Seyfried সাবিলা নুরের এ অজানা তথ্যগুলো জানতেন? The minimal makeup trend is hot now