Gemini দিয়ে ছবি জেনারেট করা নিয়ে কিছু মানুষ পোস্ট করছে যে আপনারা যেভাবে ছবি আপলোড করছেন এতে করে আপনার ছবি AI পেয়ে যাচ্ছে। না জানি এখন কি থেকে কি হয়ে যাবে। আপনার মতো ছবি অন্য কেউ জেনারেট করবে, ইত্যাদি।
একদম কোর লেভেলে যদি বলি, আপনার ছবি Gemini তে আপ্লোড করে AI দিয়ে বিভিন্ন ভার্সন জেনারেট করাতে বিন্দুমাত্র কিছু যায় আসে না। এটা সমুদ্রে একটা চিংড়ি মাছের মতো। Gemini, ChatGPT, Grok, Claude যেসব GPT মডেল ব্যবহার করে তাদের Training আজকে হয় নাই। বছরের পর বছর ধরে আমরা ইন্টার্ন্যাটে যেসব ছবি, লেখা, ভিডিও আপলোড করে আসছি তা দিয়ে এইসব মডেল ট্রেনিং করা হয়েছে। আপনার একটা ছবি এই ট্রেনিং এ আবার যুক্ত হচ্ছে ঠিকই, কিন্তু AI মডেলগুলো এমনভাবে ট্রেনিং করা হয় যাতে Training Data এর প্রাইভেসি অক্ষুণ্ণ থাকে। আর এতো ট্রিলিয়ন ট্রিলিয়ন Data – এর সমুদ্রে আপনার একটা ছবি এড হওয়ার পর, অন্য কেউ আপনার মতো একজন মানুষের ছবি জেনারেট করতে পারবে এমন সম্ভাবনা অত্যান্ত নগণ্য। তবে হ্যাঁ, আপনি যদি এমন কেউ হোন যার লাখ লাখ ছবি পাবলিকলি ইন্টার্ন্যাটে এভেইলেবল তাহলে আপনার মতো হুবুহু দেখতে ছবি জেনারেট করা সম্ভব, যেমনটা হয় Celebrities এর ক্ষেত্রে। আপনি ডিরেক্টলি “Messi” বা “Ronaldo” এর নাম দিয়ে যেকোন ছবি জেনারেট করতে পারেন।
এবার ধরুন আপনি ভেবে নিলেন যে Gemini তে আপনার ছবি দিলে তারপরও আপনার প্রাইভেসি নষ্ট হচ্ছে, তাই আপনি এই ট্রেন্ডে পার্টিসিপ্যাট করবেন না, এবং AI দিয়ে নিজের কোন ছবি ইডিট বা জেনারেট করবেন না। তাহলেও কি আপনি প্রটেক্ট্যাড? না, একদম না। মোবাইলে একবার ছবি তুলেছেন মানে আপনার ছবি কোন না কোনভাবে Model Training Data এর সাথে যুক্ত হবেই। Facebook and Google এর Terms and Conditions এ ম্যানশন আছে যে আপনি যে ছবি আপ্লোড করেন, সেটা কিন্তু তারা ব্যবহার করতে পারে। ChatGPT তো সেদিন এসেছে, কিন্তু তারও অনেক বছর আগে থেকেই কোন গ্রুপ ছবি আপ্লোড করলে, ফেইসবুক নিজে থেকে বন্ধুদের ID ট্যাগের সাজেশন দেয় না? ফেইসবুক কিভাবে বুঝে গ্রুপ ছবিতে কোনটা কে? তারা এইসব অনেক বছর আগে থেকেই করে আসছে। আপনি যখন কোন ছবি ফেইসবুকে আপ্লোড দেন সেটা ফেইসবুক তাদের মডেল ট্রেনিং-এ ব্যবহার করেই।
তাই আপনি Gemini বা ChatGPT তে ছবি আপ্লোড দেন বা না দেন, ইন্টার্ন্যাটের কোথাও আপনি ছবি আপ্লোড দিয়েছেন মানে আপনার প্রাইভেসি অলরেডি শেষ।
AI এখন একটা খুবই জেনারেল বিষয়। আপনি আজ হয়তো AI দিয়ে কিছু একটা করা থেকে বিরত থাকবেন, কিন্তু দুই বছর পর যখন এটা আরও জেনারালাইজড হবে, আরও আরও AI Based ফটো এন্ড ভিডিও ইডিটর আসবে তখন আপনি অবশ্যই ব্যবহার করবেন।
আরেকটা কথা, আপনি Gemini তে ছবি আপ্লোড না করলেও, আপনার Friendlist এর কেউ আপনার দশটা ছবি Download করে Gemini তে আপ্লোড করে নিজের মতো করে ছবি এমনিতেও জেনারেট করতে পারে।
তাই ইচ্ছামতো এইসবের মজা নেন, কল্পনায় লাল শাড়ি আর চুলে ফুল গুঁজে যদি নিজের মন ভালো হয়, এটাই করেন।
লিখেছেন: হিমেল দাশ