সানস্ট্রোকের শিকার হচ্ছেন না তো? সাবধান হবেন

এপ্রিল মাস পড়তেই সূর্যের প্রখর তাপের দাপটে প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে। মাথার ঘাম পায়ে ফেলে, কোনও রকমে ছাতা বা ওড়নার আবরণে ঢেকে রোজনামচার জন্য বাড়ি থেকে বেরতেই হয়। আর এই রোদ লাগার কারণেই জাঁকিয়ে বসতে থাকে একের পরে এক রোগ।এদের মধ্যে অন্যতম হল হিটস্ট্রোক বা সানস্ট্রোক।  কিছু ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে।  চিকিৎসকদের মতে, হিটস্ট্রোক […]