জার্মান ব্যবসায়ীর প্রেমে মজেছেন মোনালি ঠাকুর

 জার্মান ব্যবসায়ীর প্রেমে মজেছেন মোনালি ঠাকুরভারতের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর প্রেম করছেন জার্মান ব্যবসায়ীর সঙ্গে। মোনালির ইন্সটাগ্রাম ভরে রয়েছে প্রেমিক-প্রেমিকার রোমান্টিক ঢঙে তোলা অসংখ্য ছবি। তার  প্রেমিকের নাম মাইক রিচার। ২০১৬ সালে সুইজারল্যান্ডে বেড়াতে গিয়ে মাইকের সঙ্গে আলাপ হয়  মোনালির। সেখান থেকেই বন্ধুত্ব। আর তা পরিণতি পেয়েছে প্রেমে। এক সাক্ষাৎকারে মোনালি জানিয়েছিলেন, বেড়াতে যাওয়ার সময় […]