মেসিকে লিখে নিতে চায় বার্সা !
মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে চাই বার্সেলোনা। ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিও বার্তামেউ চান, মেসি তার ক্যারিয়ারের ইতি টানুক বার্সেলোনাতেই। ইএসপিএনকে এক বিশেষ সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন তিনি। মেসির সঙ্গে বার্সার চুক্তি আছে ২০২১ সাল পর্যন্ত। কিন্তু দ্রুতই নতুন চুক্তি নিয়ে কথা পাড়বেন বলেও ইঙ্গিত দেন ক্লাব কর্তা।বার্তামেউ বলেন, ‘আমরা বার্সেলোনায় তার অনেক লম্বা ক্যারিয়ার চাই। যাতে […]