জিজ্ঞাসাবাদে যে চাঞ্চল্যকর তথ্য দিলেন হেলেনার ২ সহযোগী

FacebookTwitterEmailShare

হেলেনা জাহাঙ্গীর helena jahangirক্ষমতাসীন আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর এর দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার হাজেরা খাতুন ও সানাউল্ল্যাহ নূরী হেলেনার বিভিন্ন ধরনের প্রতারণার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবকে জানিয়েছেন, জয়যাত্রা টেলিভিশনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা কী কী অপকর্ম করেছেন।

মঙ্গলবার সকালে রাজধানীর গাবতলী থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হাজেরা খাতুন (৪০) কুমিল্লার বুড়িচং উপজেলার এতবার পুর গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী। আর সানাউল্ল্যাহ নূরী (৪৭) গাজীপুরের সামন্তপুর এলাকার মৃত শেখ মঈন উদ্দিনের ছেলে। তাদের কাছ থেকে দুইটি ল্যাপটপ ও দুইটি মোবাইল জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে র‌্যাব জানায়, গ্রেফতার হেলেনাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার প্রতারণা কার্যক্রমের সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে। তাদের সম্পর্কে কিছু তথ্যও দেন হেলেনা। এরই ধারাবাহিকতায় তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

 

বিস্তারিত: যুগান্তর

হেলেনা জাহাঙ্গীর