সম্ভাব্য ক্রোমাইট আকরিকের সন্ধান চীনে
খনিজ সম্পদ অনুসন্ধানে নতুন সাফল্য অর্জন করেছে চীন। ক্রোমাইট খনন ও অপ্রচলিত তেল–গ্যাস অনুসন্ধান—উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে বলে জানিয়েছে দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধীন চায়না জিওলজিক্যাল সার্ভে (সিজিএস)।সিজিএস জানায়, উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের দক্ষিণ সার্তোকাই আকরিক বেল্টে ‘সার্তোকাই–২৭’ নামে একটি নতুন আকরিক ক্লাস্টার আবিষ্কৃত হয়েছে। এতে মোট ২০টি আকরিক-বডি শনাক্ত হয়েছে, যার […]