শরীর অবসন্ন, সারাদিন ক্লান্তি : নতুন করোনার উপসর্গ নিয়ে চিন্তা

আক্রান্তের সংখ্যা যত বাড়ছে, ততই নতুন নতুন করোনার উপসর্গ সামনে আসছে। জ্বর-সর্দি-কাশির মতো করোনাভাইরাসের উপসর্গগুলির কোনওটাই নেই। অথচ, সারাদিন একটা ক্লান্তি, অবসন্ন ভাব রয়েছে শরীরে। মনে হতেই পারে যেন, ভাল করে ঘুম হয়নি! কিন্তু পরীক্ষা করে দেখা গিয়েছে, এই উপসর্গগুলিও করোনাভাইরাসের।

করোনা ঠেকাতে কী খাবেন?

শরীরে ম্যাজম্যাজে ভাব। অথচ, জ্বর নেই, গা-হাত-পা ব্যথা নেই। সোয়াব টেস্টের (Swab Test) পর দেখা গেল তাঁদের করোনা পজিটিভ এসেছে। করোনার নতুন এই উপসর্গই নতুন করে ভাবাচ্ছে চিকিৎসকদের।

আরো করোনার উপসর্গ

করোনা প্রকোপ থেকে পুরোপুরি নিস্তার পেতে এখনও অনেক দেরি! বিশ্বে করোনার প্রকোপ এত তাড়াতাড়ি ফুরবে না। সম্প্রতি এমনটাই জানিয়েছেন, WHO-এর প্রধান টেডরোজ অ্যাডানম ঘিব্রিইয়েসাসের। সামান্য উপসর্গ বা উপসর্গ ছাড়াই করোনার সংক্রমণ গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা অনেকটাই বাড়িয়ে দিচ্ছে। চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদেরও।

করোনা ঠেকাবে নাকের স্প্রে , সফল স্কটল্যান্ডের ওষুধ

coronacoronaviruscovid-19doctor's advicehealthhealth tipsmedical advicemedical tipsmedicinetreatment