ভালো কাজের জন্য যেকোনো চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত : ভাবনা

ভালো কাজের জন্য যেকোনো চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত : ভাবনা

আমাকে নানান চরিত্রে অভিনয় করতে হবে। যার মধ্য দিয়ে নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবো। একটি ভালো কাজের জন্য যেকোনো চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত। নিজেকে নিয়ে এভাবে বললেন জনপ্রিয় অভিনেত্রী ভাবনা । তিনি আরো বলেন, গেল বৈশাখে একটি নাটকের জন্য আমি দুইদিন রিহার্সেল এবং তিনদিন শুটিং করেছি। এই সময়ে নাটকের শুটিং করার আগে কেউ রিহার্সেল করে না। শুধু একটি ভালো কাজ দর্শকদের দেয়ার জন্য আমার এই পরিশ্রম। আমি উপলব্ধি করি, নিজেকে যত ভাঙতে পারবো ততই ভালো কিছু হবে।

নির্মাতারা আমাকে নিয়ে বিভিন্ন ধরনের চরিত্রে ভাবেন। এটি আমার জন্য বড় পাওয়া। এই অভিনেত্রী এখন নিজেকে প্রস্তুত করছেন আসছে ঈদের নাটকের জন্য। এদিকে তিনটি ধারাবাহিক নাটকও তার হাতে আছে। ধারাবাহিকগুলো হলো এস এ হক অলিকের ‘জায়গীর মাস্টার’, রোকেয়া প্রাচীর ‘সোনালী দিন’ ও অনিমেষ আইচের ‘জোসনাময়ী’। তিনটি ধারাবাহিক নাটকই এরইমধ্যে দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে বলে জানান। ছোট পর্দার বাইরে ‘ভয়ংকর সুন্দর’ শিরোনামের একটি চলচ্চিত্রেও এই অভিনেত্রীকে দেখা গেছে। ভালো কোনো গল্প ও চরিত্র পেলে আবারও চলচ্চিত্রে অভিনয় করবেন বলে তিনি জানান।

ভাবনা