নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন ছাত্র আন্দোলনের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানো নিয়ে একটি মন্তব্য করেছেন।
তসলিমা নাসরিন বলেছেন, হাসিনা যে ইসলামপন্থীদের খুশি করতে’ বাংলাদেশ থেকে তাকে বের করে দিয়েছিলেন সেই একই ‘ইসলামপন্থীরা’ ছাত্র আন্দোলনে যোগ দিয়ে এবার তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে।
তিনি আরও লিকেছেন, ‘১৯৯৯ সালে মৃত্যুশয্যায় থাকা মাকে দেখতে বাংলাদেশে প্রবেশ করার পর ইসলামপন্থীদের খুশি করার জন্য হাসিনা আমাকে আমার দেশ থেকে বের করে দিয়েছিলেন এবং আমাকে আর কখনও দেশে প্রবেশ করতে দেননি। একই ইসলামপন্থীরা ছাত্র আন্দোলনে যারা হাসিনাকে চলে যেতে বাধ্য করেছে।’
হাসিনা গতকাল একটি সামরিক বিমানে ভারতে পালিয়ে যান এবং সম্ভবত যুক্তরাজ্যে আশ্রয় নিতে লন্ডনে যাবেন।