তবে এ আয়োজন বাস্তবে নয় বরং পর্দায়। আর প্রভাবে এভাবে দেখা যাবে ‘আমি যে কে তোমার’ শিরোনামের একটি একক নাটকে। এটিতে প্রভা অভিনয় করেছেন মিথিলা চরিত্রে।
তার বিপরীতে রয়েছেন অভিনেতা মনোজ প্রামাণিক। এটি রচনা ও পরিচালনা করেছেন আদর সোহাগ। খুব শিগগির নাটকটি জনপ্রিয় একটি চ্যানেলে প্রচার হবে।