Cover Story Entertainment Glamour সাবিলা নূরের অভিনয় বিরতি By abc on May 05, 2019 সাবিলা নূরপড়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। এরপর ব্র্যাক, সেখান থেকে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে। পড়ছেন ইংরেজিতে। সম্প্রতি সাবিলা নূরের বিয়ের গুঞ্জন শোনা গেলেও তা উড়িয়ে দিচ্ছেন এই অভিনেত্রী।নিজের একাডেমিক পরীক্ষা নিয়ে ব্যস্ত সাবিলা নূর। তাই বিরতি নিয়েছেন। পরীক্ষা শেষ হলেই টানা ২০ দিন শুটিং করবেন তিনি। গত ২০ এপ্রিল থেকে তার পঞ্চম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে। শেষ হবে ২৮ এপ্রিল।সাবিলা বলেন, সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে আমার। সব সময় তো শুটিং নিয়েই ব্যস্ত থাকতেই হয়। তাই পরীক্ষার সময় শুটিং রাখি না। পরীক্ষা শেষে টানা কাজ করতে হবে।’ বিয়ে প্রসঙ্গে সাবিলা নূর বলেন, আমার বিয়ের গুঞ্জন যে ছড়াচ্ছে সে হয়তো আমাকে খুব পছন্দ করে বা খুব অপছন্দ করে। দুটোই হতে পারে। এটা পুরোপুরি অসত্য। চলতি বছর বিয়ে নিয়ে কিছুই ভাবছি না।সাবিলা জানান, ২ মে থেকে টানা শুটিং শুরু করবেন তিনি। ইতোমধ্যে চূড়ান্ত কথা হয়েছে সাগর জাহান, তপু খান, মাহমুদ মাহিন, স্বাধীন আহমেদ বাবু, রাইসুল তমাল ও মাবরুর রশীহ বান্নাহসহ বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে। Post Views: 5,244 Related posts: হ্যাপি বার্থডে শুভশ্রী , সেলিব্রেশনের ছবি শেয়ার করলেন নায়িকা চূড়ান্ত সময়েও ঐশীকে দেখতে চান জেসিয়া ঐশী কি মিস ওয়ার্ল্ড হতে পারবেন? জন্মদিনে ২৫ লাখের উপহারে চমকে গেলেন ন্যান্সি সারা জীবনের অনুপ্রেরণা হয়ে থাকবে আমার এই অভিজ্ঞতা – ঐশী ‘যোগ্য পুরুষ খুঁজে পাইনি’ : জ্যাকুলিন ফার্নান্দেজ (ছবির গ্যালারি) ‘সংশয়ে’ ঐশী , কার প্রস্তাব মেনে নেবেন তিনি! এ যেন এক অন্য বিদ্যা সিনহা মিম বিচ্ছেদের দেড় সপ্তাহ পরেই প্রেমে পড়লেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় লিলির কথা আমাকে বাথরুম থেকে নগ্ন করে বের করে নির্যাতন করা হয় : মিলা এই দিনে আমার চেয়ে মায়ের রান্নাই বেশি ভালো লাগবে : পূজা চেরি দশ দিন পর আবার কলকাতায় ছুটতে হবে : নুসরাত ফারিয়া ‘মনের মত মানুষ পাইলাম না’ : অপু নন বুবলী প্রিয়া প্রকাশ প্রেম করছেন সেই ভ্রু নাচিয়ে? ওয়েব সিরিজে দর্শক সিনেমার স্বাদ পাবেন: আইরিন নানজিবা তোরসা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রেম নিয়ে লুকোচুরি করেন না নাদিয়া মীম ভয়ংকর কসাইের ‘স্ত্রী’ নওশাবা মুবাশশীরা কামাল ইরার ব্যালে নাচের নতুন কিছু ছবি