মাইগ্রেন:
কপালের একদিকে অসহ্য ব্যথা হবে। হঠাৎ করে কমে গিয়ে আবার ফিরে আসবে। বমি বমি ভাব থাকবে। এমনকী, চোখ ঝাপসাও হয়ে আসবে। এরকম হলে সেটা অবশ্যই মাইগ্রেনের লক্ষণ।
হজমের সমস্যায় মাথাব্যথা:
গোটা কপাল জুড়ে ব্যথা হবে। চোখের পাতাতেই ব্যথার প্রভাব থাকবে। এরকম ব্যথা অনেকসময়ই হয় কিডনি-র সমস্যা, গলব্লাডারের সমস্যা বা বদহজম হলে।
মানসিক চাপের মাথাব্যথা:
এই ধরণের ব্যথা মূলত হয়, কপাল থেকে মাথার পিছন দিক হয়ে ঘাড়ে। এই ব্যথা মূলত বেশিমাত্রায় হয় রাতে শোওয়ার সময়। এই ধরণের ব্যথার কারণ অতিরিক্ত কাজের চাপ বা স্ট্রেস।
টেনশনের মাথাব্যথা:
মাথার পিছন দিক থেকে ব্যথা এগিয়ে আসে মাথার উপর পর্যন্ত। সাধারণত টেনশন হলে এই ধরণের মাথাব্যথা হয়।
সাইনাসের মাথা ব্যথা:
নাক বন্ধ হয়ে আসে। কপালের মাঝখানটায় ব্যথা হতে থাকে। চোখের নিচ দিকেও ব্যথা অনুভূত হয়। এই ধরণের মাথা ব্যথা হয় সাইনাসের ফলে।
দুশ্চিন্তার মাথাব্যথা:
গোটা কপাল জুড়ে ও গোটা মাথায় তীব্র যন্ত্রণা হলে সাধারণত এই মাথা ব্যথা হয়।