জমিতে শুঁয়োপোকা দমনে ব্রহ্মাস্ত্র তৈরির ফর্মুলা

কৃষির জন্য শুঁয়োপোকা বা শুঁয়াপোকা একটি বড় সমস্যা। অনেকেই এর হাত থেকে বাঁচতে রাসায়নিক কীটনাশক স্প্রে করেন। তাতে ফসল আর অর্গানিক থাকে না। হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ। তবে প্রাকৃতিক কৃষি পদ্ধতিতে তৈরি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলে শুঁয়োপোকার হাত থেকে জমিকে বাঁচানো যায়। সেই সঙ্গে বাড়বে ফলনও।

 

এক একর জমির জন্য যা যা লাগবে

২০ লিটার দেশি গরুর মূত্র

পাতাসহ ২ কেজি ছোট নিমের ডাল (কাটা করে চাটনির মতো বানানো বা পাল্প)

২ কেজি করঞ্জ পাতা (চাটনি/পাল্প)

২ কেজি আতাফলের পাতা (সীতাফলও বলে)

২ কেজি ক্যাস্টর পাতা (চাটনি/পাল্প)

২ কেজি সাদা ধুতরা বা ২ কেজি আমপাতা

সব পাতাই কুচি করে কাটা বা পাল্প বা চাটনি আকারে থাকবে।

 

একটি বড় পাত্রে সব উপকরণ মিশিয়ে নিন। ঘড়ির কাঁটার দিকে মেশান। ঢাকনা দিয়ে আগুনের তাপে ফোটাতে শুরু করুন। ৪ ঘণ্টার মতো ফোটান।

এরপর দিনে দুবার ১২ ঘণ্টা পর পর নাড়ুন। ১ মিনিট ধরে নাড়বেন।

ঠাণ্ডা অবস্থায় কাপড় দিয়ে ছেঁকে নিন।

মাটির পাত্রে সংরক্ষণ করুন।

ব্যবহার করা যাবে ৬ মাস পর্যন্ত।

 

২০০ লিটার পানিতে ৫ লিটার ব্রহ্মাস্ত্র মিশিয়ে ছিটাতে হবে।

 

 

কৃষিকৃষি টিপসপ্রাকৃতিক কৃষি