ইউটিউব থেকে সুপার হিরো উধাও, শাকিব বললেন ষড়যন্ত্র
শাকিব খান অভিনীত ‘সুপার হিরো’ ছবিটির বিরুদ্ধে নিপা এন্টারপ্রাইজের অভিযোগ, সেন্সর জটিলতা এবং ইউটিউব থেকে টিজার উধাও—কত না বাধা পার হতে হয়েছে প্রযোজকের। সবশেষে ঈদে মুক্তি পেয়েছে ছবিটি। এর মধ্যে ব্যবসায়িক সফলতা ও দর্শকপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু হঠাৎ ঘটে গেল আরেক অঘটন। ১৭ জুন দিবাগত রাত থেকে ছবির সুপারহিট গান ‘বুম বুম’ ইউটিউব থেকে উধাও! […]