এসসিও সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় চীন - Mati News
Wednesday, January 14

এসসিও সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় চীন

চীন সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) থিয়েনচিন সম্মেলনে যোগ দেওয়ার জন্য স্বাগত জানিয়েছে। শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন।

ভারতীয় গণমাধ্যমের বরাতে সিজিটিএন জানিয়েছে, চীন সরকারের আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী মোদি ৩১ আগস্ট চীন সফরে আসবেন এবং এসসিও থিয়েনচিন সম্মেলনে অংশ নেবেন।

চীনের আয়োজনে এবারের সম্মেলন ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে এসসিও সদস্য রাষ্ট্রগুলোর নেতাসহ ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান এবং ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রধান উপস্থিত থাকবেন।

কুও বলেন, ‘এসসিও প্রতিষ্ঠার পর থেকে এটি হবে সবচেয়ে বড় পরিসরের সম্মেলন। আমরা আশা করি, সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় থিয়েনচিন সম্মেলন হবে ঐক্য, বন্ধুত্ব ও ফলপ্রসূ সহযোগিতার মিলনমেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *