অষ্টম শ্রেণি বিজ্ঞান কুইজ ১
উত্তর ওয়ার্ড ফাইলে টাইপ করে পাঠালে ভালো হয়। হাতে লিখতে হলে পরিষ্কার ছবি তুলে পাঠাতে হবে।
লেখার ভাষা হবে বন্ধুর সঙ্গে গল্প করার মতো। পাঠ্যবইয়ের মতো গুরুগম্ভীর নয়।
শিক্ষার্থীর নাম, স্কুলের নাম ও যোগাযোগের নম্বরসহ উত্তর পাঠাতে হবে matinewsbd@gmail.com ঠিকানায়।
(প্রশ্নগুলো যেহেতু কপি করা যাবে না তাই উত্তরপত্রে শুধু প্রশ্নের নম্বর উল্লেখ করলেই হবে)
১। রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে যোজনী বোঝাতে গিয়ে বলা হয়েছে এটা পরমাণুর হাতের মতো। এই যোজনী বিষয়টা আসলে কী? (ইংরেজিতে যোজনীকে বলে Valency)।
উত্তর :
২। হাইড্রোজেন আর অক্সিজেন মিলেই তো পানি, সেখানে রাসায়নিক বিক্রিয়ায় সমতাকরণ করতে হয় কেন?
উত্তর :
৩। ড্রাইসেল ব্যাটারিতে অ্যানোড মানে ঋণাত্মক প্রান্ত, কিন্তু ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় এই অ্যানোড মানে পজিটিভ প্রান্তকে বোঝায়। কেন? (ক্লু : https://byjus.com/ch...