কাতারে ইসরায়েলি হামলার নিন্দা চীনের - Mati News
Thursday, December 25

কাতারে ইসরায়েলি হামলার নিন্দা চীনের

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে তিনি বলেন, ৯ সেপ্টেম্বরের এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন।

ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, হামলার লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতাদের হত্যা। ওই সময় দোহায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অংশ নিচ্ছিলেন হামাস প্রতিনিধি দল।

ফু বলেন, “হামলার দুই দিন আগে যুক্তরাষ্ট্র নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দেয় এবং দাবি করে ইসরায়েল সেটি মেনে নিয়েছে। অথচ মাত্র দুই দিন পরই আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধি দল হামলার শিকার হয়। এ ধরনের পদক্ষেপ শান্তি আলোচনাকে ইচ্ছাকৃতভাবে নষ্ট করার শামিল।”

তিনি সতর্ক করে বলেন, এই হামলা শুধু মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়াবে না, বরং অঞ্চলকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। সামরিক শক্তি কখনই সমাধান নয়, বরং যুদ্ধবিরতি ও আলোচনার পথেই সমাধান খুঁজে নিতে হবে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে ফু বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় তাদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *