কোনো দেশ আন্তর্জাতিক পুলিশ হতে পারে না: চীনা মুখপাত্র - Mati News
Friday, January 9

কোনো দেশ আন্তর্জাতিক পুলিশ হতে পারে না: চীনা মুখপাত্র

জানুয়ারি ৭: বিশ্বের কোনো দেশ এককভাবে আন্তর্জাতিক পুলিশ ও বিচারক হতে পারে না। ৫ জানুয়ারি ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে জাতিসংঘে জরুরি সম্মেলন আয়োজনের পরের দিন, বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

মাও নিং বলেন, অন্য দেশের জনগণের মতামতকে সম্মান করতে হবে, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতি ও নিয়ম মেনে চলতে হবে, বিশেষ করে বড় দেশগুলোকে ভালো দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

তিনি বলেন, চীন অভিন্ন, সার্বিক, সহযোগিতামূলক ও টেকসই নিরাপত্তা ধারণা পোষণ করে এবং বিভিন্ন দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতাকে সম্মান করে। সংলাপ ও আলোচনার মাধ্যমে দেশে-দেশে মতভেদ ও সংঘর্ষ সমাধান করা হল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও সার্বিক শান্তি বাস্তবায়নের চীনা পরিকল্পনা। চীন আন্তর্জাতিক আইনের কর্তৃত্ব সমুন্নত রাখতে, জঙ্গলের আইনের বিরোধিতা করতে, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করতে, এবং যৌথভাবে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে সকল দেশের সাথে কাজ করতে ইচ্ছুক।

মাও নিং আরও বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর রাষ্ট্রপ্রধানের মর্যাদা উপেক্ষা করে, যুক্তরাষ্ট্র প্রকাশ্যে তাকে নিজস্ব আদালতে “বিচার” করছে, যা ভেনেজুয়েলার জাতীয় সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং আন্তর্জাতিক সম্পর্কের স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। কোনো দেশ আন্তর্জাতিক আইনের ওপরে তার নিজস্ব নিয়মকে স্থান দিতে পারে না। চীন যুক্তরাষ্ট্রের প্রতি অবিলম্বে মাদুরো এবং তাঁর স্ত্রীকে মুক্তি দেওয়ার এবং তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায়।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *