Friday, December 20
Shadow

চীনা ভোক্তাদের ব্যয়ে নতুন প্রবণতা

চীনের অর্থনীতির ক্রমবর্ধমান উন্নতিতে পরোক্ষ ভূমিকা রাখছে দেশটির ক্রেতারা। সাম্প্রতিক একটি গবেষণা প্রতিবেদন বলছে, চীনের ক্রেতারা এখন আগের চেয়ে আরও বেশি সচেতন। কেনাকাটার ক্ষেত্রে তারা এখন নিজেদের একান্ত প্রয়োজনীয় বিষয় ও চাহিদাকেই প্রাধান্য দিচ্ছে বেশি। যার কারণে বিশ্বের টালমাটাল পরিস্থিতেও চীনের অর্থনীতি ধরে রাখতে পেরেছে স্থিতিশীল প্রবৃদ্ধি।

গ্লোবাল কনজিউমার অ্যান্ড রিটেইল অ্যানালিটিক্স ক্ষেত্রের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান নিলসেনআইকিউ’র সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, চীনে যারা এক সময় অর্থনৈতিকভাবে দুর্বল ভোক্তা গোষ্ঠী ছিল তাদের মধ্যে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। সেইসঙ্গে চীনের অর্ধেকেরও বেশি পরিবার এখন তাদের আর্থিক অবস্থা নিয়ে সতর্ক অবস্থায় রয়েছে।

বিশ্ব অর্থনীতির চলমান অস্থিতিশীলতার মধ্যেই চীনের প্রায় ৩৪ শতাংশ ভোক্তা মনে করছেন, তাদের গৃহস্থালীর অর্থনীতি গত বছরের তুলনায় উন্নতি করেছে।

নিলসেনআইকিউ’র চীনা ব্যবস্থাপনা পরিচালক রায়ান চৌ জানালেন, ‘বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে চীনের বৃদ্ধি স্থিতিশীল রয়েছে এবং দেশটি বৈশ্বিক অর্থনৈতিক কর্মক্ষমতার ক্ষেত্রে নেতৃত্বও দিচ্ছে।’

তিনি আরও বলেন, চীনের সরকারি উদ্যোগগুলো যেমন কর্মসংস্থান বাড়াচ্ছে তেমনি ভোক্তাবান্ধব নীতিমালা কার্যকরভাবে  অনলাইন ও অফলাইনে ব্যয় বাড়াতেও উদ্দীপিত করেছে। চীনের ভোক্তা বাজারের পুনরুদ্ধার নিয়ে তিনি বেশ আশাবাদী।

চৌ উল্লেখ করেন, চীনা ভোক্তারা এখনও সতর্ক, তারা চিন্তাভাবনা করে প্রয়োজন বুঝেই ব্যয় করছেন। হুটহাট করেই কিছু কিনছেন না।

নিলসেনআইকিউর প্রতিবেদন বলছে, চীনা ভোক্তারা এখন অধিক উপার্জন এবং কম খরচের কৌশল গ্রহণ করছেন। জরিপে অংশ নেওয়া ৭২ শতাংশ চীনা জানালেন, তারা তাদের প্রধান কাজের বাইরে অতিরিক্ত আয়ের উৎস খুঁজছেন। ৪৭ শতাংশ মানুষ এমন কিছু কিনছেন না যা অপচয় হবে কিংবা প্রয়োজনের বাইরে তারা বাজারে ঢুঁ দিচ্ছেন না বলা যায়। আর এ হার গত বছরের চেয়ে ৭ শতাংশ বেশি।

সেই সঙ্গে মূল্যসংবেদনশীল ভোক্তার সংখ্যা ৩০ শতাংশ থেকে ৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যারা কিনা বিভিন্ন প্ল্যাটফর্মে পণ্যের দাম তুলনা করে সাবধানে কেনাকাটা করে থাকেন। চীনের ভোক্তা বাজারে একটি প্রধান গোষ্ঠী হিসেবে

রিপোর্টে বলা হয়েছে, ভোক্তাদের মধ্যে নতুন এ প্রবণতা তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তারও ভূমিকা রয়েছে। যেহেতু ভোক্তারা ক্রমশ এআই-এর ওপর নির্ভর করে প্রযুক্তির সুপারিশকে গুরুত্ব দিচ্ছে তাই সিদ্ধান্ত নেওয়াটা তাদের জন্য আরও সুবিধাজনক হয়েছে।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!