চীনের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে পূর্ণ আত্মবিশ্বাসী বিদেশি কূটনীতিকরা - Mati News
Friday, December 5

চীনের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে পূর্ণ আত্মবিশ্বাসী বিদেশি কূটনীতিকরা

নভেম্বর ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের জন্য দেশটির শীর্ষ নেতৃত্বের দেওয়া সুপারিশগুলো অত্যন্ত ইতিবাচক বার্তা বহন করছে বলে মন্তব্য করেছেন চীনে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকরা।

সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত চীনে অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টি অফ চায়নার (সিপিসি) ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশন নিয়ে একটি বিষয়ভিত্তিক ব্রিফিংয়ে যোগ দেওয়ার পরে এই মন্তব্য করেন বিদেশি কূটনীতিকরা।

তারা বলেছেন, এই সুপারিশগুলো স্পষ্ট ইঙ্গিত দেয় চীন উচ্চ স্তরের উন্মুক্ততা নীতিতে অবিচল থাকবে এবং বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সুযোগগুলো ভাগ করে নেবে। এই বার্তা বৈশ্বিক অর্থনীতিতে স্থিতিশীলতা এবং আস্থার সঞ্চার করবে বলে তারা মনে করেন।

তারা জানান, চীনের ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাবনা নিয়ে পূর্ণ আত্মবিশ্বাস ও প্রত্যাশা রয়েছে তাদের। তারা নিজ নিজ দেশের পক্ষ থেকে চীনের সঙ্গে বিনিময় ও সহযোগিতা গভীর করার এবং যৌথভাবে বিশ্ব শান্তি ও উন্নয়নে অবদান রাখার আগ্রহ প্রকাশ করেন।

শুভ/আজাদ

তথ্য ও ছবি: সিসিটিভি

China's 15th five-year plan sends out positive signal: envoys in China -  Chinadaily.com.cn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *