জানুয়ারি ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তাইওয়ান ইস্যুতে জাপানি নেতৃত্বের বিতর্কিত মন্তব্যের জেরে জাপানের ওপর কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে চীন। মঙ্গলবার থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের আওতায় সামরিক কাজে ব্যবহৃত হতে পারে এমন সকল ‘দ্বৈত-ব্যবহারযোগ্য’ পণ্য, প্রযুক্তি ও সেবা জাপানে রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
চীনা বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে এমন যেকোনো এন্ড-ইউজারের (সর্বশেষ ব্যবহারকারী) ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। চীনের ‘রপ্তানি নিয়ন্ত্রণ আইন’ এবং ‘দ্বৈত-ব্যবহারযোগ্য আইটেম রপ্তানি নিয়ন্ত্রণ বিধিমালা’ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
চীন স্পষ্ট করে বলেছে , শুধু চীনের অভ্যন্তরেই নয়, বরং বিশ্বের যেকোনো দেশের কোনো সংস্থা বা ব্যক্তি যদি চীন থেকে উৎপাদিত এই ধরনের পণ্য বা প্রযুক্তি জাপানে স্থানান্তর বা সরবরাহ করে, তবে তাদের বিরুদ্ধে চীনা আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: সিএমজি




















