তিন জেলায় ত্রাণ দিলো ওভারসিস চাইনিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ - Mati News
Saturday, December 13

তিন জেলায় ত্রাণ দিলো ওভারসিস চাইনিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ

বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে এসেছে বাংলাদেশে চীনা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ওভারসিস চাইনিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। শুক্রবার নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরে ৬টি ট্রাকে মোট ৬০ লাখ টাকা মূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য ত্রাণ হিসেবে নিয়ে যায় সংগঠনটি।

মোট তিন হাজার ৯০০ প্যাকেট নিয়ে তিন জেলায় অ্যাসোসিয়েশনের তিনটি ইউনিট শুক্রবার সকাল থেকে ত্রাণ বিতরণ শুরু করে।

প্রতিটি প্যাকেটে বন্যার্ত ছিল ৫ কেজি করে চাল, ২ কেজি ডাল, ১ লিটার তেল, লবণ, চিড়া, মুড়ি ও পানি বিশুদ্ধকরণ ওষুধ, টর্চ, স্যালাইন, বিস্কুট, লাইটার, মোম এবং কিছু দরকারি ওষুধ।

ওভারসিস চাইনিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ইউ কুরং ও রেন ওয়াংয়ের নেতৃত্বে একটি দল নোয়াখালীর সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলা প্রশাসনসহ অন্যান্যদের হাতে তুলে দেয় এক হাজার তিনশটি প্যাকেট।

সূত্র : সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *