সিএমজি বাংলা: চলতি বছরের প্রথম ১০ মাসে চীনের ভোক্তা ইলেকট্রনিক্স খাত উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। এক্ষেত্রে উঠে এসেছে কুয়াংতোং প্রদেশের টেক হাব খ্যাত শেনচেন শহরের স্কাইওয়ার্থ কারখানার কথা, যেখান থেকে এখন প্রতিদিন বিশ্বের ১১০টি দেশ ও অঞ্চলে প্রায় ৩০ হাজার টেলিভিশন রপ্তানি হচ্ছে।
স্কাইওয়ার্থের কর্মকর্তা ডিং ইয়ানলিং জানান, কোম্পানির মাসিক চালান গত বছরের তুলনায় ৪০ শতাংশ বেড়েছে, এবং আগামী ফেব্রুয়ারি পর্যন্ত আর নতুন অর্ডার নেওয়ার সুযোগ নেই।
চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যমতে, বছরের প্রথম ১০ মাসে ইলেকট্রনিক্স শিল্প খাতের মূল্য সংযোজন ১২.৬ শতাংশ বেড়েছে। এটি শিল্প ও উচ্চ-প্রযুক্তি খাতের গড় প্রবৃদ্ধিকেও ছাড়িয়ে গেছে।
বাণিজ্য সুবিধা ও পণ্য বদল উদ্যোগ চীনের ভোক্তা ইলেকট্রনিক্সের চেইন উন্নয়নে সহায়তা করছে, যা সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। জানুয়ারি-অক্টোবর সময়ের মধ্যে চীনের মোবাইল ফোন ও টিভি সেটের রপ্তানি যথাক্রমে ৩.৩ ও ১০ শতাংশ বেড়েছে৷