বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে আগামী শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ-চীন নারী ফুটবল প্রীতি ম্যাচ ২০২৫’। বিকেল ৪টায় শুরু হওয়া এই ম্যাচে মুখোমুখি হবে বিএফএফ এলিট উইমেনস ফুটবল একাডেমি ও চীনের বিশ্ববিদ্যালয় নারী ফুটবল ইউনাইটেড টিম।

এই ঐতিহাসিক ম্যাচ দুই দেশের বন্ধুত্বের সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।




















