চীনের দক্ষিণাঞ্চলীয় কুয়াংতোং প্রদেশের শেনচেন শহরে ফোটনিক কোয়ান্টাম কম্পিউটার উৎপাদনের জন্য চীনের প্রথম কারখানার নির্মাণকাজ শুরু হয়েছে।
নির্মাণ শেষ হলে এ কারখানায় প্রতিবছর কয়েক ডজন ফোটনিক কোয়ান্টাম কম্পিউটার তৈরি হবে। এর মাধ্যমে বিশেষায়িত এই কম্পিউটারের গণউৎপাদন সক্ষমতা তৈরি হবে বলে জানিয়েছে শেনচেনের নানশান জেলার বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন ব্যুরো।

কারখানাটি নির্মাণ ও পরিচালনা করবে বেইজিং-ভিত্তিক শীর্ষস্থানীয় চীনা কোয়ান্টাম কম্পিউটার কোম্পানি কিউবোসন।
কিউবোসনের প্রতিষ্ঠাতা ওয়েন কাই বলেন, ‘কোয়ান্টাম কম্পিউটিংয়ে বিপুল তথ্য ধারণ ও অতিশক্তিশালী সমান্তরাল প্রসেসিং সুবিধা রয়েছে। এটি অসাধারণ গতিতে কঠিন গাণিতিক সমস্যার সমাধান করতে সক্ষম।’
তিনি আরও বলেন, ফোটনিক কোয়ান্টাম কম্পিউটিং আলোর কোয়ান্টাম বৈশিষ্ট্য ব্যবহার করে গণনা সম্পন্ন করে এবং এটি বর্তমানে মূলধারার কোয়ান্টাম প্রযুক্তির একটি পথ। অন্যান্য প্রযুক্তির তুলনায় এটি আল্ট্রা-লো টেম্পারেচার বা অতিনিম্ন তাপমাত্রার প্রয়োজন করে না। পাশাপাশি এর রয়েছে নানা সুবিধা— বেশি সংখ্যক কিউবিট, স্বাভাবিক কক্ষে স্থিতিশীল কার্যক্ষমতা এবং দীর্ঘস্থায়ী কোহেরেন্স সময়।
নতুন কারখানায় তিনটি প্রধান কার্যক্রম থাকবে—মডিউল উন্নয়ন, পূর্ণাঙ্গ সিস্টেম উৎপাদন ও প্রস্তুতকরণ এবং গুণগত মান নিয়ন্ত্রণ ও পরীক্ষা।
সূত্র: সিএমজি




















