মশাবাহিত রোগ প্রতিরোধে বড় সাফল্য অর্জন করেছেন চীনা বিজ্ঞানীরা। কুয়াংতোং প্রদেশের সাউদার্ন মেডিকেল ইউনিভার্সিটির অধ্যাপক ছেন সিয়াওকুয়াংয়ের নেতৃত্বে একটি দল তৈরি করেছে ওভিপজিশন নামের একটি ইন্টেলিজেন্ট ভেক্টর মশা নজরদারি ব্যবস্থা, যা রোগ নিয়ন্ত্রণে দ্রুত বৈজ্ঞানিক দিকনির্দেশনা দিতে সক্ষম। খবর সিএমজি বাংলা
কুয়াংতোংয়ের একাধিক কমিউনিটিতে ইতোমধ্যে এ প্রযুক্তি চালু হয়েছে। এতে চিকুনগুনিয়ার মতো রোগ প্রতিরোধে এডিস মশা পর্যবেক্ষণের কাজ আরও সহজ হয়েছে।
ছেন জানান, প্রচলিত পদ্ধতিতে যে মশার ফাঁদ ব্যবহার করা হয় সেগুলো শুধু ওই মশাকেই শনাক্ত করে যেগুলো কোনো রক্ত খায় না। ওভিপজিশন ফাঁদটি রক্তপায়ী ডিম-পাড়া মশা পর্যবেক্ষণ করে। এ সিস্টেমে সমন্বিত ডুয়াল-ডিভাইস ব্যবহারে রিয়েল-টাইম পর্যবেক্ষণ সম্ভব।
প্রথম সপ্তাহের মাঠ পরীক্ষায় সিস্টেমটি একাধিক এলাকায় মশার ঘনত্ব বেড়ে যাওয়ার সতর্কবার্তা দেয় এবং লক্ষ্যভিত্তিক প্রতিরোধ পরিকল্পনা তৈরি করতে পেরেছে। এতে ক্লাউড-ভিত্তিক রিয়েল-টাইম অ্যালার্টের ফলে দ্রুত জীবাণুনাশক কার্যক্রমও সম্ভব হয়েছে। কুয়াংতোংয়ের ফোশানের একাধিক স্থানে প্রযুক্তিটি কার্যকর হয়েছে।
ছেন জানান, ম্যানুয়াল মশা ধরার ফলে তথ্য পেতে দেরি হয়। এখন, রিয়েল-টাইম ক্লাউড-ভিত্তিক সতর্কতা তৃণমূল পর্যায়ে জীবাণুমুক্তকরণের গতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।




















