জানুয়ারি ১৯, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালে চীনের শিল্প খাত উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। সরকারি তথ্য অনুযায়ী, চীনের মূল্য সংযোজিত শিল্প উত্পাদন ৫ দশমিক৯ শতাংশ বেড়েছে। শুধু ডিসেম্বর মাসেই শিল্প উত্পাদন ৫ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
শিল্প উৎপাদন মূলত বড় কোম্পানির কার্যক্রম পরিমাপ করে, যেখানে বছরের প্রধান ব্যবসার লেনদেন ২০ মিলিয়ন ইউয়ান বা তার বেশি।
খাত অনুযায়ী খনি খাতের উত্পাদন ৫ দশমিক ৬ শতাংশ বেড়েছে, উৎপাদন/নির্মাণ খাত ৬ দশমিক ৪ শতাংশ বেড়েছে এবং বিদ্যুৎ, তাপ, গ্যাস ও পানি সরবরাহ খাত ২ দশমিক ৩ শতাংশ বেড়েছে।



















