ইরাকে আকস্মিক বন্যা; নিহত অন্তত ২১ - Mati News
Saturday, January 3

ইরাকে আকস্মিক বন্যা; নিহত অন্তত ২১

ইরাকে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে। গত দুইদিনে এই বন্যার কারণে প্রায় ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতিসংঘের বরাতে এ তথ্য জানা গেছে।

ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল বদর সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন পানিতে ডুবে মরা গেছেন। অন্যরা বাড়িতে আটকা পড়ে কিংবা গাড়ীতে চাপা পড়ে মরেছেন।

তিনি জানান, এই বন্যায় ১৮০ জনের বেশি মানুষ আহত হয়েছে। প্রায় ৩০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাগদাদের উত্তর-পশ্চিমাঞ্চলের আল সিরকাত শহরও ডুবে গেছে।

সূত্র : আরব নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *