Monday, December 23
Shadow

এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা

এরশাদেরনারায়ণগঞ্জে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের পালিত মেয়ে অনন্যা হুসেইন মৌসুমীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।

মৌসুমী জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক।

মঙ্গলবার সকালে উপজেলা ছাত্রসমাজের সভাপতি ফজলুল হক সোনারগাঁও থানায় মামলাটি দায়ের করেন। ডিজিটাল নিরাপত্তা আইনে নারায়ণগঞ্জ জেলায় এটাই কোনো প্রথম মামলা।

মামলা সূত্রে জানা যায়, অনন্যা হুসেইন মৌসুমী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতীয় পার্টির দলীয় শৃঙ্খলা ভঙ্গ, মানহানি ও আইন শৃঙ্খলার অবনতি হতে পারে এরকম কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন। এ স্ট্যাটাসগুলোতে জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে জড়িয়ে উক্তি দেয়া আছে। যা মিথ্যা ও বানোয়াট।

সোনারগাঁও থানা এসপি (তদন্ত) সেলিম মিয়া মামলার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসন থেকে লাঙল প্রতীকে অনন্যা হুসেইন মৌসুমী ও বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকা দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!