Monday, December 23
Shadow

চুলের বৃদ্ধি বাড়ায় মধু

 ভেজাল মধু

চুলের বৃদ্ধি ও যত্নে মধু ব্যবহার করতে পারেন। মধুর হেয়ার প্যাক নিয়মিত ব্যবহারে বাড়বে চুলের বৃদ্ধি। এছাড়া ঝলমলে ও সুন্দর চুলের জন্যও মধু কার্যকর।

.আরো পড়ুন : চুল ঝরে যাওয়ার কারণগুলো জেনে নিন

  • ২টি পাকা কলা চটকে আধা কাপ মধু মেশান। ১/৪ কাপ অলিভ অয়েল মিশিয়ে চুলের আগা থীক গোড়া পর্যন্ত লাগান মিশ্রণটি। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
  • ২টি ডিম ফেটিয়ে মধু মিশিয়ে চুলের গোড়ায় লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
  • ১ কাপ টক দইয়ের সঙ্গে আধা কাপ মধু মিশিয়ে চুলে লাগান। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন।
  • অ্যালোভেরা জেলের সঙ্গে মধু মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন ২০ মিনিট। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • ২০০ গ্রাম নারকেল তেলের সঙ্গে ২ টেবিল চামচ মধু মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ১ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

তথ্য: স্টাইল ক্রেজ

https://www.youtube.com/watch?v=AoO_iZhlnGs&fbclid=IwAR2yMSS5xjzrD3fvvJm1KnRvvbvXAfe_or7SDRfxihwAqyCzK1SPKbDj5_Y

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!