ছবি আঁকা শেখার ভিডিও ধারাবাহিক আয়োজনে আজ থাকছে একটা লাল মোরগ আঁকার ভিডিও। ভিডিওটা ভাল লাগলে চ্যানেলটাও সাবসক্রাইব করে নিও।
ইশকুল তো বন্ধ, আসছে না গৃহশিক্ষকও। এমনকি ড্রয়িংয়ের স্যারও বলে দিয়েছেন, তিনি নাকি লকডাউনে আছেন। কী একটা বিচ্ছিরি সময় কাটছে সবার! তবে চিন্তা কীসের! আছে ইন্টারনেটের দুনিয়া। নেটে বসেই তো শিখে ফেলা যায় ছবি আঁকা ।
মোরগের ছবি আঁকা
আপনার শিশু কি সারাদিন ভিডিও গেইমস নিয়েই পড়ে আছে? ছবি আঁকা আর ড্রয়িংয়ের কথা বললে গেইমসের জগদ্দল সব হিরোদের ছবিই আঁকছে? তাকে বলুন এবার একটা মোরগ আঁকতে। যেন তেন মোরগ নয়, আঁকতে হবে লাল ঝুঁটিওয়ালা দেশি মোরগ। দরকার হবে রং তুলি বা পেনসিল।
বাকিটা দেখে নিক নিচের ভিডিও থেকেই। সঙ্গে রয়েছে বাংলায় নির্দেশনাও।
কিন্তু মোরগ কি আর একা একা বসে থাকবে? মোটেও না। জনমানুষহীন লোকালয়ে মোরগটা না হয় নিশ্চিন্তে ঘোরাঘুরি করুক কোনো একটা গাছের নিচে। তাই আঁকতে হবে একটা ঝলমলে গাছ। সেটার ভিডিও দেখে নাও নিচে। ভিডিও দেখার পর শিশুকে বলুন, ‘এবার জানালা দিয়ে একটা গাছ দেখো। তারপর সেটা দেখে দেখে আঁকো।’
ছবি আঁকা শেখার ভিডিও আরো আসবে অচিরেই। সঙ্গেই থাকো।
আরো পড়ো : বৃষ্টি কিভাবে হয় জানো?