Sunday, December 22
Shadow

তাপমাত্রা নিয়ে সতর্কতামূলক পোস্ট : আপনি বেঁচে গেলেন, তবে…

তাপমাত্রাতাপমাত্রা নিয়ে ফেসবুকে পাওয়া পরিবেশ নিয়ে একটি সতর্কতামূলক পোস্ট।

ধরে নেন, আপনি বেঁচে গেলেন…..কীভাবে? ২০ বছর আগেও দেশের তাপমাত্রা ৩০-৩২ ডিগ্রির এর নীচে ছিল….এখন ৪০ এর কাছাকাছি…আপনি কিন্তু #বেঁচেগেলেন….৪৫ ডিগ্রি ছুঁতে ছুঁতে ,একদিন মরেও গেলেন…কিন্ত, আপনার পরবর্তী প্রজন্ম যাদের দেশে রেখে গেলেন, যাদের বয়স ১০-২০, তারা কী আগামী ২০ বছর পর ৬০ ডিগ্রির মধ্যে বাস করবে না?…পারবে কী বসবাস করতে…কী রেখে গেলেন…#একবার ভাবুন….

আজ ৮ মে ২০১৯ তারিখেও যদি ১,৩৫০,৪৩৮,০৯৮ মানুষ – ১,৩৫০,৪৩৮,০৯৮ গাছ লাগায়..তাও সেটা পরিবেশ স্বাভাবিক রাখতে ৫-১০ বছর লাগবে….ততদিন কী বাচঁবেন? আর ততদিন কী আরোও ৫ ডিগ্রি বাড়বে না? তাহলে উপায়?
(গাছ লাগান, গাছ লাগান, গাছ লাগান– এর কোনো বিকল্প নেই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!