Monday, December 23
Shadow

নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞানের ২০টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর

ঘূর্ণন গতি কাকে বলে?
উত্তর- যদি কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থেকে ঘুরতে থাকে তাহলে তাকে ঘূর্ণন গতি বলে।

পদার্থের চতুর্থ অবস্থার নাম কী?
উত্তর- প্লাজমা।

ত্বরণ কী?
উত্তর- সময়ের সঙ্গে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে।

মৌলিক বল কয়টি?
উত্তর- ৪টি।

ভরবেগ কী?
উত্তর- কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে।

পর্যায়বৃত্ত গতি কী?
উত্তর- যদি কোনো বস্তু নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে তাহলে তাকে পর্যায়বৃত্ত গতি বলে।

সবচেয়ে শক্তিশালী বল কোনটি?
উত্তর- সবল নিউকীয় বল।

নিউটনের বেগের তৃতীয় সূত্রটি কী?
উত্তর- যখন কোনো বস্তু অন্য একটি বস্তুর ওপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটি প্রথম বস্তুর ওপর সমান কিন্তু বিপরীতমুখী বল প্রয়োগ করে।

ঘর্ষণ বলের দিক প্রয়োগকৃত বলের কোন দিকে কাজ করে?
উত্তর- ঘর্ষণ বলের দিক প্রয়োগকৃত বলের বিপরীত দিকে কাজ করে।

গতিশক্তি কাকে বলে?
উত্তর- কোনো বস্তু গতির কারণে যে শক্তি লাভ করে তাকে গতিশক্তি বলে।

শব্দ কী ধরনের তরঙ্গ?
উত্তর- অনুদৈর্ঘ্য তরঙ্গ।

ক্ষমতা কাকে বলে?
উত্তর- কোনো বস্তুর কাজ করার হারই ক্ষমতা।

কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি?
উত্তর- কঠিন মাধ্যমে।

পীড়ন কী?
উত্তর- একক ক্ষেত্রফলে বিকৃতির কারণে পদার্থের ভেতর যে বল তৈরি হয় তাই পীড়ন।

স্থিতিস্থাপকতা কী?
উত্তর- বল প্রয়োগে কোনো বস্তুর অবস্থা পরিবর্তন করার পর যদি বল সরিয়ে নিলে বস্তুটি আবার আগের জায়গায় ফিরে আসে তবে তাকে স্থিতিস্থাপকতা বলে।

স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত?
উত্তর- ২৫ সেন্টিমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!