class="post-template-default single single-post postid-2620 single-format-standard wp-custom-logo group-blog vl-boxed aa-prefix-matin-">
Shadow

মৃত্যুর কাছ থেকে ফিরে এলেন ৬৫ যাত্রী!

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান।

বুধবার বিকাল ৪টা ২০ মিনিটে ঢাকা থেকে আসা বিমানটি জরুরি অবতরণ করে।

জানা যায়, ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৬০১ নং ফ্লাইটটি ৬৫ জন যাত্রী নিয়ে সিলেটে আসে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানের ল্যান্ডিং চাকায় সমস্যা দেখা দেয়।

আর বিষয়টি পাইলট যাত্রীদের অবহিত করলে তাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। শুরু হয় কান্না। পরে জরুরি অবতরণ ফ্লাইটটি করে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সেই ফ্লাইটে থাকা এক বিমান যাত্রী বলেন, আল্লাহর শুকরিয়া যে দুর্ঘটনা ঘটেনি। বিমানটির ডান পাশের চাকায় সমস্যা দেখা দিয়েছিল। এ বিষয়টি জানার পর যাত্রীদের অনেকেই কান্নাকাটি শুরু করেন, অনেকেই আল্লাহর নাম জপতে থাকেন। বিমানের পাইলট খুবই দক্ষতার সাথে দুইবারের চেষ্টায় ল্যান্ড করেন।

তিনি আরো বলেন, ফ্লাইট ল্যান্ড করার পর আমরা চারপাশে ফায়ার ব্রিগেডের গাড়ি, নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রস্তুত দেখতে পাই।

এ বিষয়ে বিমানের সহকারী স্টেশন ম্যানেজার ওমর হায়াত বলেন, চাকায় সামান্য সমস্যা হয়েছিল। কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই নিরাপদে ফ্লাইট অবতরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!