Friday, December 20
Shadow

মা মরোক্কান, বাবা পর্তুগীজের; কাকে সাপোর্ট করবে ছেলে?

বিশ্বকাপ

রাশিয়া বিশ্বকাপের ১৮তম ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিলো পর্তুগাল ও মরক্কো। ‘বি’ গ্রুপের ম্যাচ ছিলো সেটি। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ঐ ম্যাচে পর্তুগাল ১-০ গোলে হারায় মরক্কোকে।

স্টেডিয়ামের গ্যালারি ছিলো পরিপূর্ণ। প্রায় ৭৮ হাজার দর্শক গ্যালারিতে উপস্থিত থেকে উপভোগ করেছে পর্তুগাল-মরক্কো ম্যাচটি। প্রায় সকলের হাতেই ব্যানার-ফেস্টুন-পতাকা-খাবার-জার্সি ছিলো। নিজ নিজ দলকে সমর্থন যুগিয়েছেন ফুটবলপ্রেমিরা।

তবে এরমধ্যে এক তরুণ ছিলো ব্যতিক্রম। ঐ তরুণ খেলা দেখতে এসে সমস্যায় পড়ে যান। কি সমস্যা সেটি ব্যানারে তুলেও ধরেন ঐ তরুণ।

ব্যানারে সেই তরুণ নিজের সমস্যার কথা তুলে ধরে লিখেছেন, ‘মা মরোক্কান, বাবা পর্তুগিজ। মা ও বাবার মধ্য থেকে আমি কাউকে বেছে নিতে পারছি না।’ বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!