Saturday, December 21
Shadow

শিশু খাচ্ছে কিন্তু বাড়ছে না

শিশুর খাবার রোগা শিশুর

 

শিশু খাচ্ছে কিন্তু বাড়ছে না

 

অনেক শিশু আছে যাদের খিদের কমতি নেই। খাচ্ছেও অনেক, তবু শিশু ঠিকমত বাড়ছে না। যতই খাক না কেন, বেশির ভাগ সময় নানা ধরনের অপুষ্টিতে ভোগে এরকম শিশুরা। কেউ বা আবার আক্রান্ত হয় অ্যানিমিয়ায়। নানা ধরনের নানা মাত্রার অপুষ্টি এরকম শিশুর শরীরমনের স্বাভাবিক বিকাশে বিপরযয় ডেকে আনে। শিশু বাড়ে স্বাবাবিকের তুলনায় কম।

শিশু বয়সে খাবারদাবারের প্রতি খুব বেশি মাত্রায় আগ্রহ থাকে অনেক শিশুরই। এরকম হতেই পারে, এর মধ্যে অস্বাভাবিকতার কিছু নেই। কোন কোন ‍শিশুর ‍খিদে বেশি চনমনে হতে পারে সমবয়স্ক অন্য শিশুর তুলনায়, এটাও স্বাভাবিক। যথেষ্ট খাওয়াদাওয়া করছে শিশু অথচ ভুগছে নানা ধরনের অপুষ্টিতে। বাড়ছে অন্যদের তুলনায় কম, এরকম ঘটনা কিন্ত আদৌ স্বাভাবিক নয়। এরকম শিশু বেশির ভাগ সময় নানা শারীরিক সমস্যায় একটানা ভুগতে থাকে। বিশেষ করে পেটের রোগে। এসময় শিশুকে ডাক্তার দেখানো প্রয়োজন। যে সমস্যা গুলো থাকলে শিশু পরিমাণ মতো খেয়েও বাড়ে না।

শিশু খাচ্ছে কিন্তু বাড়ছে না

১। এরকম শিশু হয়তো একটানা অ্যামিবিয়াসিস বা জিয়ারডিয়াসিসের মতো কোনও সমস্যায় ভুগছে বা হয়তো শিশুর পেটে রয়েছে কৃমি।

২। দূষিত পানি আর খোবার থেকে শিশুর পেটে ঢুকতে পারে েএ্যান্টামিবা হিস্টোলাইটিকা বা জিয়ারডিয়া ল্যাম্বলিয়া‘র মতো পরজীবী বা প্রোটোজোয়া‘র সিস্ট।

৩। শিশুর অ্যামিবিয়াসিস একটানা বারবার পায়খানা বা কখনও ডায়রিয়া, কখনও কোষ্ঠবদ্ধতা দেখা দেয়। সঙ্গে থাকে পেট ব্যথা। এতে শিশু আক্রান্ত হলে অপুষ্টিতে ভোগে।

৪। হতে পারে বুকের যক্ষ্মা, গ্ল্যান্ডের যক্ষ্মা বা শরীরের অন্য কিছু সমস্যা হলে শিশু বাড়ে কম।

৫। সিস্টিক ফাইব্রোসিস রোগে অগ্ন্যাশয়ে কিছু পরিবর্তন ঘটায় অন্ত্রে খাবারদাবারের হজম ব্যাহত হয়, শিশু ক্রনিক পায়রিয়ায় ভোগে। খিদে খবি বেশি হলেও শিশু বেড়ে উঠা ব্যহত হয়।

শিশুর এমন অবস্থায় অবশ্যই ভালো চিকিৎসকের পরামর্শ নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!