Monday, December 23
Shadow

পরিচয় মিলেছে সৌদিতে নিহত ১০ বাংলাদেশির

সৌদিতে সৌদিতে সড়ক দুর্ঘটনায়

 

পরিচয় মিলেছে সৌদিতে নিহত ১০ বাংলাদেশির

সৌদি আরবের আল সাগারা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। সৌদি আরবের রিয়াদ থেকে ১৫০ কিলোমিটার দূরে সাগারা প্রবেশ পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

বাংলাদেশিদের বহন করা মিনিবাসটির চাকা ফেটে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

সূত্র জানায়, সৌদিতে নিহত বাংলাদেশিরা সবাই বৈধ শ্রমিক ছিলেন এবং তারা দাম্মাম থেকে রিয়াদ হয়ে মদিনা যাওয়ার কথা ছিল।

নিহতরা হলেন-

১. বাহাদুর, পিতা: হাবেজ উদ্দিন, মাতা: মালেকা, ঠিকানা— ঝাগরমান, কালিহাতি, টাঙ্গাইল, পাসপোর্ট নম্বর: বিডব্লিউ ০৩৩৭২৯৯।

২. রফিকুল ইসলাম, পিতা মো. আনোয়ার হোসেন, মাতা হিরা খাতুন, ঠিকানা- মাধবপুর. বাহাদুরপুর, ভেড়ামাড়া, কুষ্টিয়া, পাসপোর্ট নম্বর- বিডব্লিউ ০৭৯৮০৭৪।

৩. মো. ইউনুস আলী, পিতা মো. আব্দুল খালেক, মাতা আমেনা খাতুন, ঠিকানা- রঘুনাথপুর, আলিপুর, ফুলবাড়িয়া, ময়মনসিংহ, পাসপোর্ট- বিওয়াই ০৫২৫৪৯৩।

৪. জামালউদ্দিন মাঝি, পিতা মান্নান মাঝি, মাতা নুরজাহান, ঠিকানা- তারাকান্দি, মনোহরদি, নরসিংদী, পাসপোর্ট- বিএন ০৫৭১৭৩৬।

৫. গিয়াসউদ্দিন মৃধা, পিতা মো. তফিজউদ্দিন মৃধা, মাতা মোসা. হামিদা, ঠিকানা- তেগরা, মান্দা, নওগাঁ, পাসপোর্ট নম্বর- বিএল ০১৭৭৮১৭।

৬. মো. জুয়েল, পিতা মো. গিয়াসউদ্দিন, মাতা আমেনা খাতুন, ঠিকানা- বাহাদিয়া, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, পাসপোর্ট নম্বর- বিই ০২৪৫৪০৬।

৭. ইমদাদুল, পিতা রশিদ, মাতা মোসাম্মত কাজলি বেগম, ঠিকানা- তাতারদি, শেখেরগাঁ, মনোহরদী, নরসিংদী, পাসপোর্ট নম্বর- বিএক্স ০৪০০৩৪৮।

৮. মো. মানিক, পিতা মো. রমজান আলী, মাতা মোসা. মানিকজান, ঠিকানা- তুরুকবাড়িয়া, মান্দা, নওগাঁ, পাসপোর্ট নম্বর- বিএক্স ০৫০৫৯৫৩।

৯. মো. আল আমিন, পিতা আব্দুল মান্নান শেখ, মাতা পদেনা বেগম, ঠিকানা- দমনমারা, খিদিরপুর, মনোহরদী, নরসিংদী, পাসপোর্ট নম্বর- বিপি ০০৪৯৫২৩।

১০. মো. মনির হোসেন, পিতা মো. শামসুল হক, মাতা মমতাজ বেগম, ঠিকানা- কস্তুরিপাড়া, কালিহাতি, টাঙ্গাইল, পাসপোর্ট নম্বর- বিএক্স ০৫৬৪৮১৮।

ওই দুর্ঘটনায় গুরুতর আহত দুই বাংলাদেশি হলেন—

১. নুরুল ইসলাম, পিতা নায়েব আলী, মাতা রোমেসা, ঠিকানা- বলদি কোকধরা, কালিহাতি, টাঙ্গাইল, পাসপোর্ট নম্বর- বিএন ০৬৯১৮৪৩। তিনি বর্তমানে রিয়াদের প্রিন্স মো. বিন আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

২. মো. রশিদুল ইসলাম, পিতা মো. ফজলু শেখ, মাতা মোসাম্মত মাবিয়া খাতুন, ঠিকানা- ওয়ার্ড নম্বর ৩, জুনিয়াদহ, ভেড়ামারা, কুষ্টিয়া, পাসপোর্ট নম্বর- বিএইচ ০৩৭৬৫৬২। তিনি রিয়াদের কিং সউদ মেডিক্যাল সিটি হাসপাতালে ভর্তি আছেন।

বাংলাদেশ দূতাবাস, রিয়াদের শ্রম কল্যাণ উইংয়ের আইন সহকারী জনাব জুবায়ের আহমেদ গতকাল রাতেই ঘটনাস্থলে গমন করেন। তিনি সেখানে অবস্থান করে সরেজমিনে তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় কার্যব্যবস্থা গ্রহণ করেছেন।

এ বিষয়ে রিয়াদে বাংলাদেশ মিশনের উপপ্রধান নজরুল ইসলাম বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। আমরা ইতিমধ্যে তাদের সহায়তার ব্যবস্থা নিয়েছি। যত দ্রুত সম্ভব আমরা লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!