ডিআইইউ শিক্ষার্থীদের জন্য ফ্ল্যাশ মিডিয়া একাডেমিতে সংবাদ উপস্থাপনা কোর্সে বিশেষ ছাড় - Mati News
Saturday, January 3

ডিআইইউ শিক্ষার্থীদের জন্য ফ্ল্যাশ মিডিয়া একাডেমিতে সংবাদ উপস্থাপনা কোর্সে বিশেষ ছাড়

ডিআইইউ প্রতিনিধি:

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) সাংবাদিক সমিতির সদস্যদের জন্য সুখবর নিয়ে এসেছে ফ্ল্যাশ মিডিয়া একাডেমি। প্রতিষ্ঠানটি তাদের জনপ্রিয় ‘সংবাদ উপস্থাপনা কোর্স’-এ ৫০% বিশেষ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছে সমিতির সদস্যদের জন্য।

শুক্রবার (২৪ অক্টোবর) প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা রাজিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে একাডেমি কর্তৃপক্ষ প্রতি মাসে মাত্র ১০০০ টাকা ইনস্টলমেন্টে কোর্স ফি পরিশোধের সুযোগ রেখেছে। এই কোর্সে সংবাদ পাঠ, কণ্ঠস্বর অনুশীলন, লাইভ প্রেজেন্টেশন, টেলিভিশন উপস্থাপনার কৌশল, ক্যামেরার সামনে আত্মবিশ্বাস বাড়ানোসহ পেশাদার সাংবাদিকতার নানা দিক হাতে-কলমে শেখানো হবে।

এর পাশাপাশি, শুধুমাত্র সাংবাদিক সমিতির সদস্যরাই নয়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরাও এবার এই সুযোগ পাচ্ছেন। তাদের জন্যও ফ্ল্যাশ মিডিয়া একাডেমি ঘোষণা দিয়েছে ২৫% ছাড়ে সংবাদ উপস্থাপনা কোর্সে ভর্তি হওয়ার সুযোগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিডিয়া ও সাংবাদিকতায় আগ্রহী তরুণ প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস, স্পষ্ট উচ্চারণ এবং পেশাদার যোগাযোগ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই কোর্স পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীরা এই প্রশিক্ষণের মাধ্যমে টেলিভিশন, অনলাইন ও রেডিও প্ল্যাটফর্মে সংবাদ উপস্থাপনা এবং মিডিয়া যোগাযোগের ক্ষেত্রে নিজেদের আরও প্রস্তুত করতে পারবেন।

ফ্ল্যাশ মিডিয়া একাডেমি জানিয়েছে, এই কোর্সটি শুধু পেশাদার সাংবাদিকদের জন্য নয়, বরং যে কোনো শিক্ষার্থী যারা উপস্থাপনা, পাবলিক স্পিকিং বা মিডিয়া ক্যারিয়ারে আগ্রহী, তাদের জন্যও সমানভাবে উপযোগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *