Monday, December 23
Shadow

ঢাকার সরকারি স্কুলে ২০১৯ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি

২০১৯ শিক্ষাবর্ষে ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক স্কুলের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এসব স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে। ঢাকা মহানগরীতে সরকারি মাধ্যমিক স্কুলের সংখ্যা ৩৮টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়-
১ম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
২য় থেকে ৮ম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
৯ম শ্রেণি ভর্তি করা হবে জেএসসি/জেডিসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ’র ভিত্তিতে।

# ভর্তি আবেদনের সময়সীমা :
অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দিতে হবে : ৩০ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর ২০১৮ তারিখের মধ্যে।

আরো পড়ুন : বন্ধ হচ্ছে ২৫ কোটি সিম!

# Web Application Form পূরণের নিয়মাবলী :
১৷ http://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে browse করে আবেদনপত্র পূরণ করতে পারবেন৷
২৷ ২৷ অনলাইন আবেদনপত্রের নির্দেশনা মতে প্রার্থী তার সকল তথ্য পূরণ করবেন ৷ যে সকল শিক্ষার্থী কোটায় আবেদন করবেন তাদের কোটার বিষয়টি অবশ্যই উল্লেখ করতে হবে অন্যথায় কোটা বিবেচনা করা হবে না।
৩৷ অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে JPEG ফরমেট- এ নির্ধারিত স্থানে Upload করবেন৷
৪৷ অনলাইনে আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে৷ নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID- সহ ছবিযুক্ত Applicant’s copy পাবেন৷
৫৷ প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট অথবা Download কপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন৷
৬৷ Online আবেদনপত্রে সরবরাহকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন প্রেরণ করার পূর্বেই সরবরাহকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন৷

# ভর্তি আবেদন ফি : ভর্তি আবেদনের জন্য নির্ধারিত ফি ১৭০ টাকা জমা দিতে হবে টেলিটক মোবাইল সংযোগ থেকে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য, ঢাকার সরকারি স্কুলের তালিকা ও শ্রেণিভেদে আসন সংখ্যা জানা যাবে ৬ পৃষ্ঠার এই বিজ্ঞপ্তিতে : http://gsa.teletalk.com.bd/app/misc/gsa-circular-2019.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!