ফলাফল প্রকাশ : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় - কামিল স্নাতকোত্তর পরীক্ষার (২০১৭) - Mati News
Friday, January 23

ফলাফল প্রকাশ : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় – কামিল স্নাতকোত্তর পরীক্ষার (২০১৭)

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২ বছর মেয়াদী কামিল স্নাতকোত্তর ১ম ও ২য় পর্ব পরীক্ষার (২০১৭) ফলাফল আজ প্রকাশিত হয়েছে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল স্নাতকোত্তর ২ বছর মেয়াদী কোর্সের ১ম পর্বে সারা দেশে ২৩,৯২৬ ও ২য় পর্বে ১৭,০২২ জন পরীক্ষার্থী অংশ নেন। ১ম পর্বে পাস করা পরীক্ষার্থীদের সংখ্যা ২২,১৫৭ জন, পাশের হার ৯২.৫০ শতাংশ। ২য় পর্বে পাস করা পরীক্ষার্থীদের সংখ্যা ১৬,৫২৬ জন, পাশের হার ৯৭.০৯ শতাংশ ।

পরীক্ষার ফলাফল ঘোষনা করেন প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ। ক্যাম্পাসে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), জনাব মোঃ রোশন খান, ডিন, প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দীকী, উপ-রেজিস্ট্রার, জনাব ড. এম. আবু হানিফা, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত), জনাব মোঃ আবদুল খালেক, সহকারী রেজিস্ট্রার, জনাব ফাহাদ আহমদ মোমতাজী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক, জনাব মো: জিয়াউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরীক্ষা ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iau.edu.bd) পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *