class="post-template-default single single-post postid-48603 single-format-standard wp-custom-logo group-blog vl-boxed aa-prefix-matin-">
Shadow

ষষ্ঠ শ্রেণির গণিতের ১০টি সৃজনশীল প্রশ্ন

ক্লাস সিক্সের ম্যাথ প্রশ্ন : ষষ্ঠ শ্রেণির গণিতের ১০টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হলো নিচে। এমন আরও সৃজনশীল প্রশ্ন নিয়মিত পাবলিশ করা হবে মাটিনিউজে। নিয়মিত আপডেট পেতে সাইটটির ‘বন্ধু’ হয়ে যাও। ক্লিক করো ‘Accept’ ও ‘Allow’ বাটনে। বা চাইলে বুকমার্কও করে রাখতে পারো।

 

ষষ্ঠ শ্রেণির আরও গণিত

 

  • একটি দেয়ালে ২ : ৬ : ১ অনুপাতে যথাক্রমে লাল, হলুদ এবং নীল রং করা হলো। নীল রংয়ের অংশের ক্ষেত্রফল ২০ বর্গ মিটার হলে পুরো দেয়ালের ক্ষেত্রফল কত?  

 

  • 2×2 3y + 5x3y2 কে xy দ্বারা ভাগ করে ভাগফলকে – 4xy2 দ্বারা গুণ কর। 

 

  • দুইটি সংখ্যার বিয়োগফল ৪০ এবং এদের গুনফল ৩২০০। সংখ্যা দুইটি কী কী এবং সংখ্যাদুটি যথাক্রমে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত হবে? 

 

  • একটি বাক্সে কিছু সাদা,নীল এবং লাল বল আছে। এই বলগুলোর সংখ্যা যথাক্রমে তিনটি ক্রমিক সংখ্যার সমান যাদের সমষ্টি  ৭০। তাহলে বাক্সে লাল বল কয়টি আছে?  

 

  • ক নামক একটি কোম্পানির ম্যাঙ্গো জুসে ৩:৫ অনুপাতে আমের রস এবং পানি ও ২:৪ অনুপাতে পানি এবং ফুড কালার মেশানো হয়। তাহলে ৫০ গ্রাম ওজনের এক বোতল জুসে কত গ্রাম পানি থাকে?  

 

  • এক ব্যাক্তি তার আয়তকার বাগানের ১/৩ অংশে আম গাছ, ৪/৫ অংশে লিচু গাছ লাগালেন এবং ৩০ বর্গমিটার জায়গা ফাকা রাখলেন। তার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ কত? 

 

  • একটি কলমের মূল্য একটি খাতার মূল্যের ২/৮ গুণ। সোহেল ৩ টি খাতা এবং ২ টি কলম কিনলো এতে তার মোট ২০০ টাকা খরচ হলে প্রতিটি খাতার মূল্য কত?  

 

  • (2a2×a5)+50 = 200 হলে a এর মান কত? 

 

  • একটি বাড়ি ২০ মিটার দৈর্ঘ্য এবং ১০ মিটার প্রস্থের একটা আয়তকার জমির উপর নির্মিত হয়েছে। বাড়ি থেকে ৫ মিটার দুরত্বে একটা বাউন্ডারি বাড়ির চারপাশ ঘিরে আছে। বাউন্ডারি সহ বাড়ির জমির ক্ষেত্রফল কত?  

  • ক এবং খ একত্রে ১০ দিনে একটি কাজ করতে পারে। একত্রে ৭ দিন কাজ করার পর খ চলে গেলে বাকি কাজ ক ১২ দিনে শেষ করলো। তাহলে ক সম্পুর্ন কাজটি একা কতদিনে শেষ করতে পারবে?

রোমান্টিক-থ্রিলার উপন্যাস : ছায়া এসে পড়ে পর্ব-১

সায়েন্স ফিকশন গল্প : দ্য অ্যাওয়ার্ড

সায়েন্স ফিকশন উপন্যাস : মায়াদ্বীপ ২৩৯০

রম্য গল্প: হাবুডাস্টিং

সায়েন্স ফিকশন গল্প : এখন কিংবা…

ধ্রুব নীলের সায়েন্স ফিকশন গল্প | একটি লম্বা সকাল

অতিপ্রাকৃতিক গল্প : খোলস | লেখক : ধ্রুব নীল

আধিভৌতিক রহস্য থ্রিলার গল্প: পোর্ট্রেট

সায়েন্স ফিকশন গল্প টিম্ভুত

তৈয়ব আখন্দ ঘড়িবিতান

ধ্রুব নীলের গল্প : ক্লেপটোম্যানিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!