উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান ১ম পত্র অধ্যায় ৭ এমসিকিউ
এইচএসসি বায়োলজি প্রথম পত্র অধ্যায় ৭ এমসিকিউ মডেল প্রশ্ন
HSC Biology 1st Paper Chapter 7 MCQ model test
অধ্যায় – ৭: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ
১. Malvaceae গোত্রের অমরাবিন্যাস কোন ধরনের?
ক) মূলীয় খ) অক্ষীয় গ) গাত্রীয় ঘ) প্রান্তীয়
সঠিক উত্তর: (খ)
২. কোনটির কচি পাতা সবজি হিসেবে খাওয়া যায়?
ক) Cycas officinalis খ) Cycas cireinalis
গ) Cycas pectinata ঘ) Cycas revoluta
সঠিক উত্তর: (গ)
৩. জবা ফুলের মাতৃঅক্ষের বিপরীত দিকে কয়টি বৃত্যংশ অবস্থিত?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ১টি
সঠিক উত্তর: (ঘ)
৪. দূর্বা ঘাসের বৈজ্ঞানিক নাম কী?
ক) Oryza sativa খ) Cynodon dactylon
গ) Zea mays ঘ) Hordeum vulgare
সঠিক উত্তর: (খ)
৫. জবা কী ধরনের ফুল?
ক) সমাঙ্গ খ) একলিঙ্গ
গ) এক প্রতিসম ঘ) অসম্পূর্ণ
সঠিক উত্তর: (ক)
৬.বৃতি ও দল দেখতে একই রকম হলে তাদেরকে কী বলা হয়?
ক) পেরিয়্যান্থ খ) পিটিওল
গ) প্রাপক্যালিক্স ঘ) স্ট্যামেন
সঠিক উত্তর: (ক)
৭.দ্বি-নিষেক কোনটিতে ঘটে?
ক) আবৃতজীবী খ) নগ্নবীজী
গ) ফার্ণ ঘ) মস
সঠিক উত্তর: (ক)
৮.সর্ববৃহৎ উদ্ভিদ কোনটি?
ক) Cycus খ) Sequia
গ) Artocarpus ঘ) Ficus
সঠিক উত্তর: (খ)
৯.Cycus এর স্ত্রী লিঙ্গধরের প্রথম কোষ কোনটি?
ক) গর্ভাশয় খ) স্ত্রীরেণু
গ) গর্ভমুন্ড ঘ) গর্ভদন্ড
সঠিক উত্তর: (খ)
১০. বাংলাদেশে সমতলে প্রবর্তিত সাইকাস এর প্রজাতি হলো –
- C. pectinata
- C. revoluta
iii. C. circinalis
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১১.Cycus কে জীবন্ত জীবাশ্ম বলা হয় কারণ –
- এদের অনেক বৈশিষ্ট্য সািইকাডস এর অনুরূপ
- এরা আদি প্রকৃতির
iii. এরা পৃথিবীব্যাপী বিস্তৃত ছিল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২.ধুতুরা ফুলের বৈশিষ্ট্য –
- উভলিঙ্গিক
- বহুপ্রতিসম
iii. গর্ভাশয় অধিগর্ভ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩.পৃথিবীতে জীবিত নগ্নবীজী প্রজাতির সংখ্যা কত?
ক) ৫২৫ খ) ৬২২
গ) ৭২৫ ঘ) ৮১৫
সঠিক উত্তর: (গ)
১৪.Cycas এর র্যাকিসে কয় জোড়া পিনা থাকে?
ক) ২০-২৫ খ) ২৫-৫০
গ) ৫০-৭৫ ঘ) ৫০-১০০
সঠিক উত্তর: (ঘ)
১৫.‘অপরাজিতার’ পুষ্পপত্রবিন্যাস হলো –
ক) কুইনকানসিয়্যাল খ) ভ্যাক্সিলারি
গ) ইমব্রিকেট ঘ) টুইস্টেড
সঠিক উত্তর: (খ)
১৬.আবৃতবীজী উদ্ভিদে সস্য গঠিত হয় কখন?
ক) নিষেকের আগে খ) নিষেকের পরে
গ) নিষেকের সময় ঘ) ফল সৃষ্টি হলে
সঠিক উত্তর: (খ)
১৭.কোন উদ্ভিদের পাতা যৌগিক?
ক) সজিনা খ) আম
গ) জবা ঘ) জাম
সঠিক উত্তর: (ক)
১৮.বাংলাদেশে আবৃতবীজী উদ্ভিদের সংখ্যা কত?
ক) ৩,০০০ খ) ৪,০০০
গ) ৪০,০০০ ঘ) ৪৫,০০০
সঠিক উত্তর: (খ)
১৯.কার্পাস এর বৈজ্ঞানিক নাম কী?
ক) Hibiscus mutabilis
খ) Gossypium herbaceum
গ) Hordeum valgare
ঘ) Taiticum vulgare
সঠিক উত্তর: (খ)
২০.নগ্নবীজী উদ্ভিদের জননাঙ্গে যা নেই –
- গর্ভাশয়
- গর্ভদন্ড
iii. গর্ভমুন্ড
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১.দুর্বাঘাস ব্যবহৃত হয় –
- রক্তপাত বন্ধকালে
- ক্ষত নিরাময়ে
iii. চর্মরোগে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২.ব্যক্তবীজী উদ্ভিদের সস্য কীরূপ?
ক) হ্যাপ্লয়েড খ) ডিপ্লয়েড
গ) অ্যামফিডিপ্লয়েড ঘ) ট্রিপ্লয়েড
সঠিক উত্তর: (ক)
২৩.ড. ক্রনকুইস্টের মতে, আদি উন্নত ধারা অনুযায়ী দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রথম গোত্র কোনটি?
ক) Malvaceae খ) Poaceae
গ) Asteraceae ঘ) Winteraceae
সঠিক উত্তর: (ঘ)
২৪.Cycas উদ্ভিদের প্রধান দেহ কোন প্রকৃতির?
ক) গ্যামেটোফাইট খ) স্পোরোগনি
গ) স্পোরোফাইট ঘ) থ্যালয়েড
সঠিক উত্তর: (গ)
২৫.নিচের কোনটি পাটের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়?
ক) Gossypium herbaceum
খ) Allium cepa
গ) Hibiscus cannabinus
ঘ) Cynodon dactylon
সঠিক উত্তর: (গ)
২৬.Malvaceae গোত্রের বৈশিষ্ট্য প্রকৃতির?
- পুংকেশর ৫টি
- পরাগধানী বৃক্কাকার
iii. পুংকেশর অসংখ্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৭.উদ্ভিদজগতের মধ্যে সবচেয়ে বড় শুক্রাণুধারী উদ্ভিদ কোনটি?
ক) Cycas খ) Pinus
গ) Riccia ঘ) Nostoc
সঠিক উত্তর: (ক)
২৮.হাইপোগাইনাস ফুলের বৈশিষ্ট্য –
- পুষ্পাক্ষ উত্তলাকার
- গর্ভাশয়টি সবচেয়ে উপরে থাকে
iii. গর্ভাশয় অধোগর্ভ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৯. মাইক্রোস্পোরোফিরের দৈর্ঘ্য কত?
ক) ২-৩ সে.মি. খ) ৩-৫ সে.মি.
গ) ৪-৬ সে.মি. ঘ) ৫-৭ সে.মি.
সঠিক উত্তর: (খ)
৩০.জবা ফুলের অমরাবিন্যাস কোন প্রকৃতির?
ক) গাত্রীয় খ) শীর্ষদেশীয়
গ) অক্ষীয় ঘ) মূলীয়
সঠিক উত্তর: (গ)
৩১.নিম্নের কোনটি Malvaceae গোত্রের উদ্ভিদ নয়?
ক) ধান খ) সরিষা
গ) গম ঘ) ঢেঁড়স
সঠিক উত্তর: (খ)
৩২.কোনটি প্রসাধনী শিল্পে ব্যবহার করা হয়?
ক) দূর্বাঘাস খ) লেবু ঘাস
গ) বাঁশ ঘ) আখ
সঠিক উত্তর: (খ)
৩৩.পৃথিবীর বিভিন্ন দেশে কত প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ জন্মাতে দেখা যায়?
ক) ৭০০ খ) ৭২৫
গ) ৭৫০ ঘ) ৭৭৫
সঠিক উত্তর: (খ)
৩৪.লাটিমের মতো শুক্রাণু দেখা যায় কোনটিতে?
ক) নারিকেল খ) পাম
গ) সুপারি ঘ) সাইকাস
সঠিক উত্তর: (ঘ)
৩৫.কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু বৃহৎ ও কন্টকিত?
ক) Poaceae খ) Malvaceae
গ) Liliaceae ঘ) Solanaceae
সঠিক উত্তর: (খ)
৩৬.জবা ফুলের অমরাবিন্যাস কোন ধরনের?
ক) অক্ষীয় খ) প্রান্তীয়
গ) গাত্রীয় ঘ) শীর্ষদেশীয়
সঠিক উত্তর: (ক)
৩৭.ধান গাছের ক্ষেত্রে কোনটি সপুষ্পক গ্লুম?
ক) প্যালিয়া খ) লেমা
গ) লডিকিউল ঘ) স্পাইকলেট
সঠিক উত্তর: (খ)
৩৮.Cycus উদ্ভিদের জনন প্রক্রিয়া –
- অঙ্গজ
- যৌন
iii. অপুংজনি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৯.এপিগাইনাস ফুলের উদাহরণ হলো –
- কুমড়া
- পেয়ারা
iii. গোলাপ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪০.নগ্নবীজী উদ্ভিদের স্পোরোফিলগুলো ঘন সন্নিবেশিত হয়ে কী গঠন করে?
ক) স্ট্রোবিলাস খ) সোরাস
গ) পিনিউল ঘ) অ্যাপোফাইসিস
সঠিক উত্তর: (ক)
৪১.পুষ্প ও পুষ্পবিন্যাসের গোড়ায় অবস্থিত পাতাকে কী বলে?
ক) পত্রমূল খ) পত্রফলক
গ) পত্রবৃন্ত ঘ) মঞ্জরীপত্র
সঠিক উত্তর: (ঘ)
৪২.মটর উদ্ভিদে কোন ধরনের অমরাবিন্যাস দেখা যায়?
ক) বহুপ্রান্তীয় খ) প্রান্তীয়
গ) মূলীয় ঘ) মুক্তকেন্দ্রীয়
সঠিক উত্তর: (খ)
৪৩.অপরাজিতা কোন ধরনের ফুল?
ক) অপ্রতিসম খ) বহুপ্রতিসম
গ) সমাঙ্গ ঘ) একপ্রতিসম
সঠিক উত্তর: (ঘ)
৪৪.Cycas এর শুক্রাণু –
- বহুফ্লাজেলা বিশিষ্ট
- পোলেন টিউবের বাইরে তৈরি হয়
iii. উদ্ভিদকূলের মধ্যে সর্ববৃহৎ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৫.শস্য কখন উৎপন্ন হয়?
ক) নিষেকের পরে খ) নিষেকের পূর্বে
গ) নিষেকের সময় ঘ) বর্ষবলয় গঠনের সময়
সঠিক উত্তর: (খ)
৪৬.Cycas এর পাতা –
- পক্ষল যৌগিক
- ডাইমরফিক
iii. কচি অবস্থায় সর্পিলাকারে বিন্যস্ত থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৭.নগ্নবীজী উদ্ভিদে কখন শস্য উৎপন্ন হয়?
ক) নিষেকের পর খ) নিষেককালীন
গ) নিষেকের পূর্বেই ঘ) ফল সৃষ্টি হলে
সঠিক উত্তর: (গ)
৪৮.কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ?
ক) Saccharum খ) Triticum
গ) Hordeum ঘ) Gossypium
সঠিক উত্তর: (ঘ)
৪৯.নিষেকের পরে ডিম্বক কিসে পরিণত হয়?
ক) ফলে খ) ফলত্বকে
গ) ভ্রূণে ঘ) বীজে
সঠিক উত্তর: (ঘ)
৫০.সর্পমণি আসলে কী?
ক) সাপের মণি খ) সর্ব রোগের ওষুধ
গ) Cycas – এর মেগাস্পোরোফিল ঘ) সাপের মাথা
সঠিক উত্তর: (গ)
৫১.আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হলো এদের –
- বীজে একটি বা দু’টি বীজপত্র থাকে
- জাইলেম টিস্যুতে সঙ্গীকোষ থাকে
iii. দ্বিনিষেক ঘটে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৫২.একবীজপত্রী উদ্ভিদের গোত্র সংখ্যা কত?
ক) ১৪০টি খ) ১৫০টি
গ) ১৩০টি ঘ) ১৬০টি
সঠিক উত্তর: (গ)
৫৩.নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য –
- এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড
- দ্বি-নিষেক হয়
iii. ফল হয় না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৫৪.এক প্রতিসম উদ্ভিদের উদাহরণ কোনটি?
ক) ধুতুরা খ) মটর
গ) জবা ঘ) লাউ
সঠিক উত্তর: (খ)
৫৫.পুংলিঙ্গধরের প্রথম কোষ কোনটি?
ক) পুংকেশর খ) পুংধানী
গ) পুংদন্ড ঘ) পুংরেণু
সঠিক উত্তর: (ঘ)
৫৬.নিচের কোনটি হাইপোগাইনাস ফুল?
ক) গোলাপ খ) সরিষা
গ) জবা ঘ) কুমড়া
সঠিক উত্তর: (খ)
৫৭.কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু বৃহৎ ও কন্টকাকিত?
ক) Poaceae খ) Malvaceae
গ) Liliaceae ঘ) Solanaceae
সঠিক উত্তর: (খ)
৫৮.পাপড়ির গায়ে পুংকেশর যুক্ত থাকলে তাকে কী বলে?
ক) পুংলগ্ন খ) দললগ্ন
গ) বৃতিলগ্ন ঘ) উপবৃতিলগ্ন
সঠিক উত্তর: (খ)
৫৯.Poaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটি?
ক) ফুল টেট্রামেরাস খ) ফল ক্যারিওপসিস
গ) কান্ড খাটো ঘ) গ্লুম অনুপস্থিত
সঠিক উত্তর: (খ)
৬০.পুষ্পমঞ্জরী কী?
ক) পুষ্পের বিন্যাসরীতি খ) পুষ্পের গঠন
গ) শিরাবিন্যাসরীতি ঘ) পাতাবিন্যাসরীতি
সঠিক উত্তর: (ক)
৬১.কোনটি প্যালিয়ার উপরে অবস্থান করে?
ক) গ্লুম খ) অপুষ্পক গ্লুম
গ) লডিকিউল ঘ) পুষ্পক গ্লুম
সঠিক উত্তর: (গ)
৬২.Cycus এর স্ট্রোবিলাস গঠিত হয় কিসের দ্বারা?
ক) শল্কপত্র খ) পুংরেণুপত্র
গ) পর্ণপত্র ঘ) স্ত্রীরেণুপত্র
সঠিক উত্তর: (খ)
৬৩.Malvaceae গোত্রের পরাগধানির আকৃতি কেমন?
ক) খন্ডাকার খ) যকৃতাকার
গ) নলাকার ঘ) বৃক্কাকার
সঠিক উত্তর: (ঘ)
৬৪.বাংলাদেশে প্রাকৃতিকভাবে কোন প্রজাতির Cycus জন্মে?
ক) pectinata খ) revoluta
গ) circinalis ঘ) remphii
সঠিক উত্তর: (ক)
৬৫.নিচের কোনটিতে ট্রান্সফিউশন টিস্যু পাওয়া যায়?
ক) Nostoc খ) Pteris
গ) Riccia ঘ) Cycas
সঠিক উত্তর: (ঘ)
৬৬.ওপেন এস্টিবেশন পাওয়া যায় কোন উদ্ভিদে?
ক) গন্ধরাজ খ) জবা
গ) আকন্দ ঘ) শিম
সঠিক উত্তর: (ক)
৬৭.Malvaceae গোত্রের ফল –
- ক্যাপসুল জাতীয়
- ক্যারিওপসিস জাতীয়
iii. সাইজোকার্প জাতীয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৬৮.পুংস্তবকের প্রতিটি সদস্যকে কী বলে?
ক) স্ট্যামেন খ) অ্যান্থার
গ) কার্পেল ঘ) স্টাইল
সঠিক উত্তর: (ক)
৬৯.কার্পাস তুলার বৈজ্ঞানিক নাম কী?
ক) Phragmites karka
খ) Hibiscus rosa-sinesis
গ) Zea mays
ঘ) Gossypium herbaceum
সঠিক উত্তর: (ঘ)
৭০.জবার অমরাবিন্যাস কীরূপ?
ক) অক্ষীয় খ) গাত্রীয়
গ) বহুপ্রান্তীয় ঘ) শীর্ষদেশীয়
সঠিক উত্তর: (ক)
৭১.নিচের কোনটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রাকার আবৃতবীজী উদ্ভিদ?
ক) Wolffia microscopia
খ) Wolffia arrhiza
গ) Eucalyptus marginata
ঘ) Imperata cylindrica
সঠিক উত্তর: (ক)
৭২.Living fossil কোনটি?
ক) Mangifera indica খ) Ginkgo biloba
গ) Azadirachta indica ঘ) Nymphaea nouchili
সঠিক উত্তর: (খ)
৭৩.যব – এর বৈজ্ঞানিক নাম কী?
ক) Triticum vulgare খ) Cynodon dactylon
গ) Hardeum vulgare ঘ) Cycas circinales
সঠিক উত্তর: (গ)
৭৪.অসমাঙ্গ ফুল নিচের কোনটি?
ক) কুমড়া খ) লাউ
গ) সীম ঘ) ধুতুরা
সঠিক উত্তর: (গ)
৭৫.একটি সম্পুর্ণ ফুলে কয়টি স্তবক থাকে?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৬টি
সঠিক উত্তর: (গ)
৭৬.পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষটি কোন উদ্ভিদগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
ক) আবৃতবীজী খ) গুল্ম
গ) বীরুৎ ঘ) নগ্নবীজী
সঠিক উত্তর: (ঘ)
৭৭.আবর্তক পত্রবিন্যাস দেখা যায় –
- রঙ্গন
- ছাতিম
iii. করবী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৭৮.Cycus এর পাতা কীরূপ?
ক) সরল খ) পক্ষল যৌগিক
গ) দ্বিপক্ষল যৌগিক ঘ) ত্রিপক্ষল যৌগিক
সঠিক উত্তর: (খ)
৭৯.নগ্নবীজী উদ্ভিদের বীজ কোন ধরনের?
ক) আবৃত খ) উন্মুক্ত
গ) ডিপ্লয়েড ঘ) টিপ্লয়েড
সঠিক উত্তর: (খ)
৮০.Cycus এর র্যাকিসে কত জোড়া পিনা থাকে?
ক) ২০-২৫ খ) ২৫-৫০
গ) ৫০-৭৫ ঘ) ৫০-১০০
সঠিক উত্তর: (ঘ)
৮১.কোন ফুলের গর্ভাশয় অধিগর্ভ?
ক) সরিষা খ) কুমড়া
গ) পেয়ারা ঘ) গোলাপ
সঠিক উত্তর: (ক)
৮২.আবৃতবীজী উদ্ভিদ চেনার উপায় কী?
ক) সস্য ডিপ্লয়েড খ) সস্য টেট্রাপ্লয়েড
গ) সস্য ট্রিপ্লয়েড ঘ) সস্য হ্যাপ্লয়েড
সঠিক উত্তর: (গ)