Sunday, January 12
Shadow

উচ্চমাধ্যমিক পদার্থবিজ্ঞান ১ম পত্র এমসিকিউ : অধ্যায় ১

উচ্চমাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্র এমসিকিউ

অধ্যায় ১: ভৌতজগৎ ও পরিমাপ

Here is HSC physics 1st paper 1st chapter MCQ

উচ্চমাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পর্ব এমসিকিউ

 

নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে বা Allow বাটনে ক্লিক করে ওয়েবসাইটটির বন্ধু হয়ে যান।

 

১.কোনটি ভৌত বিজ্ঞানের সমৃদ্ধশালী শাখা?

 ক) পদার্থবিজ্ঞান          খ) জীববিজ্ঞান

 গ) রসায়নবিজ্ঞান         ঘ) অণুজীববিজ্ঞান

২. কোনো বস্তু হতে শক্তির বিকিরণ নিরবিচ্ছিন্নভাবে ঘটে না – এই তত্ত্বের প্রবক্তা কে?

 ক) লর্ড রাদারফোর্ড     খ) আলবার্ট আইনস্টাইন

 গ) ম্যাক্স প্লাঙ্ক             ঘ) মাইকেল ফ্যারাডে

৩.প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণকে বলা হয় –

 ক) লঘিষ্ঠ গণন            খ) ভার্নিয়ার ধ্রুবক

 গ) গরিষ্ঠ গনন            ঘ) ভার্নিয়ার স্কেল

৪. স্ক্রু গজের সম্ভাব্য যান্ত্রিক ত্রুটি সংখ্যা –

 ক) 1     খ) 2        গ) 3     ঘ) 4

৫. লিওনার্দো দা ভিঞ্চি মূলত কী ছিলেন?

 ক) পদার্থবিদ              খ) গণিতবিদ

 গ) চিত্রশিল্পী              ঘ) সাহিত্যিক

৬. প্রথম ডায়নামো আবিষ্কার করেন কে?

 ক) নিউটন                 খ) নীলস বোর

 গ) রাদারফোর্ড           ঘ) মাইকেল ফ্যারাডে

৭. সম্পর্কিত জ্ঞানসমূহ খেলাধুলার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে-

  1. গতি, বল, ত্বরণ
  2. ঘর্ষণ, অভিকর্ষজ বল, কেন্দ্রমুখী বল

iii. ভরবেগ, প্রাসের গতি, নিউটনের গতিসূত্র

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii                   খ) ii ও iii

 গ) i ও iii                   ঘ) i, ii ও iii

৮. বিদ্যুতের ক্ষেত্রে ধনচার্জ বা ঋণচার্জ কে নামকরণ করেন?

 ক) কুলম্ব                   খ) ফ্যারাডে

 গ) অ্যাম্পিয়ার            ঘ) ব্রেঞ্জামিন ফ্রাঙ্কলিন

৯. পদার্থবিজ্ঞানের ভিত্তি কী?

 ক) ধারণা                  খ) সূত্র

 গ) নীতি                    ঘ) তত্ত্ব

১০. গতিশীল কাঠামোতে কোনটি ঘটে?

 ক) কাল হ্রাস              খ) কাল দীর্ঘায়ন

 গ) কাল স্থির               ঘ) কাল অসীম

১১. কোন ঘটনা কখন এবং কতক্ষণ ধরে ঘটছে বুঝতে নিচের কোনটি সম্পর্কে ধারণা প্রয়োজন?

 ক) স্থান                     খ) বস্তু

 গ) পাত্র                     ঘ) সময়

১২. সময়ের একক নির্ধারণে কোন পরামণুটি ব্যবহৃত হয়েছে?

 ক) সিজিয়াম – 132    খ) সিজিয়াম – 133

 গ) রেডিয়াম               ঘ) 0 গ্যালিয়াম

১৩. সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা সর্বপ্রথম কে প্রদান করেন?

 ক) কোপার্নিকাস         খ) গ্যালিলিও

 গ) কেপলার               ঘ) টাইকোব্রাহে

১৪. বায়ুমন্ডলের কোন স্তর থেকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ প্রতিফলিত হয়?

 ক) ট্রপোস্ফিয়ার          খ) স্ট্রাটোস্ফিয়ার

 গ) আয়নোস্ফিয়ার       ঘ) ট্রপোস্ফিয়ার ও ট্রাটোস্ফিয়ার

১৫. কে জ্যামিতি আলোকবিজ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ গবেষণা ফলাফল প্রদান করেন?

 ক) রাদারফোর্ড           খ) নীলস বোর

 গ) ইউক্লিড                ঘ) আব্দুস সালাম

১৬. পরমাণুর সমস্ত ধন আধান এবং ভর এর কেন্দ্রে অবস্থিত – এই তত্ত্ব কে উপস্থাপন করেন?

 ক) রাদারফোর্ড           খ) গ্যালিলিও

 গ) আইনস্টাইন          ঘ) ম্যাক্স প্লাঙ্ক

 

HSC physics 1st paper 1st chapter MCQ

 

১৭. এককের আন্তর্জাতিক পদ্ধতি কবে থেকে চালু হয়?

 ক) ১৯৪০ সাল           খ) ১৯৫০ সাল

 গ) ১৯৬০ সাল           ঘ) ১৯৭০ সাল

১৮. সঠিক পরিমাপের ক্ষেত্রে-

  1. সূক্ষ্ম মাপজোখের প্রয়োজন
  2. আন্দাজ বা ইন্দ্রিয়ের অনুভূতি প্রয়োজন

iii. স্ট্যান্ডার্ড মানের প্রয়োজন

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii                   খ) i ও iii

 গ) ii ও iii                  ঘ) i, ii ও iii

১৯. মিলিটারি কম্পাস আবিষ্কার করেন কে?

 ক) এডিসন                খ) আর্কিমিডিস

 গ) গ্যালিলিও             ঘ) ভাস্কো দ্য গামা

২০. কোন বিজ্ঞানী বিদ্যুৎ চুম্বকত্ব তত্ত্ব আবিষ্কার করেন?

 ক) ম্যাক্সওয়েল           খ) মাইকেল ফ্যারাডে

 গ) ম্যাক্স প্লাঙ্ক             ঘ) ওয়েরস্টেড

২১. পূর্বের পরীক্ষালব্ধ ফলাফলকে ব্যাখ্যা এবং ভবিষ্যদ্বানী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিংশ শতাব্দীর –

  1. তাড়িতচৌম্বক তত্ত্ব
  2. আপেক্ষিক তত্ত্ব

     iii. কোয়ান্টাম তত্ত্ব

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii                   খ) ii ও iii

 গ) i ও iii                   ঘ) i, ii ও iii

২২. বিখ্যাত দার্শনিক থেলিস কোন দেশের অধিবাসী ছিলেন?

 ক) গ্রীস                     খ) ইংল্যান্ড

 গ) ইতালি                  ঘ) ফ্রান্স

২৩. চুম্বকত্ব নিয়ে গবেষণা এবং তত্ত্ব প্রদানের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন –

 ক) রবার্ট হুক              খ) স্নেল

 গ) ডা. গিলবার্ট           ঘ) হাইগেন

 

HSC physics 1st paper 1st chapter MCQ

 

২৪. বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 হলে লঘিষ্ট গণন কত?

 ক) 0.02 মি.মি.          খ) 0.04 মি.মি.

 গ) 40 মি.মি.             ঘ) 50 মি.মি.

২৫. দীপন তীব্রতার একক কোনটি?

 ক) লুমেন                  খ) ক্যান্ডেলা

 গ) ডায়াপ্টার              ঘ) ওয়াট/বর্গমিটার

২৬. স্ফেরোমিটারে গোলীয়তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ে-

  1. সমতল কাচ পাত ব্যবহার করা হয়
  2. মিটার স্কেল ব্যবহার করা হয়

iii. স্লাইড ক্যালিপার্স ব্যবহার করা হয়

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii                   খ) i ও iii

 গ) ii ও iii                  ঘ) i, ii ও iii

২৭. যেসব সূত্র পদার্থবিজ্ঞানের ভিত্তি তাকে বলে –

 ক) সূত্র                      খ) ধারণা

 গ) নীতি                    ঘ) স্বীকার্য

২৮. আল-মাসুদী নিচের কোনটির ধারনা দেন?

 ক) বায়ুকল                খ) লিবারের কার্যানীতি

 গ) উদস্থিতি বিদ্যার      ঘ) উপরের সবকটি

২৯. কোনো যন্ত্র ক্ষুদ্রতম যতটুকু পরিমাপ করতে পারে তাকে যন্ত্রের কী বলা হয়?

 ক) লম্বন ত্রুটি             খ) লঘিষ্ট গণন ত্রুটি

 গ) ক্ষুদ্র মাপন ত্রুটি      ঘ) পিছন ক্রুটি

৩০. যে যন্ত্রের সাহায্যে পরমাণুর নিউক্লিয়াসের শক্তি উৎপাদন করা হয় তাকে কী বলে?

 ক) পারমাণবিক হিটার  খ) রিয়াক্টর

 গ) গ্যাসীয় চুলা           ঘ) গাইগার মিটার

৩১. ব্যাটারি আবিষ্কার করেন কে?

 ক) থমসন                  খ) গ্যালিলিও

 গ) ফ্যারাডে               ঘ) ভোল্টা

৩২. কে ঘর্ষণের ফলে তড়িৎ উৎপাদন এবং চুম্বকত্ব নিয়ে গবেষণা করেন?

 ক) কেপলার               খ) ডা. গিলবার্ট

 গ) স্যার আইজ্যঅক নিউটন     ঘ) রজার বেকন

৩৩. তরলের নিমজ্জিত কোনো বস্তুর আয়তন তার দ্বারা অপসারিত তরলের আয়তনের সমান, এটা কী?

 ক) সূত্র                      খ) তত্ত্ব

 গ) নীতি                    ঘ) অনুকল্প

৩৪. কান্ডেলা কীসের একক?

 ক) তড়িৎ প্রবাহ          খ) তাপমাত্রা

 গ) দীপন ক্ষমতা         ঘ) পদার্থের পরিমাণ

৩৫. আধুনিক পদার্থবিজ্ঞানের ধারণা অনুসারে –

  1. স্থান ও সময় অনৈর্ব্যক্তিক এবং ভর স্থির
  2. স্থান ও সময় অনৈর্ব্যক্তিক ও ভর পরিবর্তনশীল

iii. কালো বস্তুর বিকিরণ বিচ্ছিন্নভাবে সংঘটিত হয়

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii                   খ) ii ও iii

 গ) i ও iii                   ঘ) i, ii ও iii

৩৬. বিজ্ঞানের উন্নতি প্রতিষ্ঠিত হয়েছে কতকগুলো-

  1. বৈজ্ঞানিক নীতি ও স্বীকার্যের ওপর
  2. প্রকল্পের ওপর

iii. তত্ত্ব বা সূত্রের ওপর

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii                   খ) ii ও iii

 গ) i ও iii                   ঘ) i, ii ও iii

৩৭. কে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন ও বিকৃতির সম্পর্ক বের করেন?

 ক) রবার্ট বয়েল           খ) রবার্ট হুক

 গ) কেপলার               ঘ) গ্যালিলিও

৩৮. নিচের কোনটি মৌলিক রাশি?

 ক) দীপন তীব্রতা        খ) দীপন ক্ষমতা

 গ) শক্তি                    ঘ) তাপ

৩৯. যান্ত্রিক ত্রুটি হলো-

  1. শূন্য ক্রুটি ii. পিছন ত্রুটি

iii. লেভেল ত্রুটি

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii                   খ) i ও iii

 গ) ii ও iii                  ঘ) i, ii ও iii

৪০. নিচের কোনটি একটি বৈদ্যুতিক নেটওয়ার্ক ছাড়া আর কিছুই নয়?

 ক) মস্তিষ্ক                  খ) স্নায়ুতন্ত্র

 গ) ডিএনএ                ঘ) আরএনএ

৪১. সর্বকালের সর্বশ্রেষ্ঠ পদার্থ বিজ্ঞানী কে?

 ক) গ্যালিলিও             খ) নিউটন

 গ) আইনস্টাইন          ঘ) স্টিফেন হকিং

৪২. ফাঁপা নলের অন্তঃব্যাস মাপা যায় কোন যন্ত্রের সাহায্যে?

 ক) স্ক্রুগজ                  খ) মিটার স্কেল

 গ) ভার্নিয়ার স্কেল        ঘ) স্লাইড ক্যালিপার্স

৪৩. কোনটি নীতি?

 ক) ডপলার ক্রিয়া        খ) আপেক্ষিক তত্ত্ব

 গ) মহাকর্ষ সূত্র           ঘ) কেপলারের নীতি

৪৪. কোন বিজ্ঞানী তড়িৎ চৌম্বক ক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ গবেষণা করেন?

 ক) হেনরী এবং লেনজ

 খ) মাইকেলসন ও মর্লি

 গ) ফ্যারাডে ও গ্যালিলিও  

 ঘ) আব্দুস সালাম ও ওয়াইবার্গ

৪৫. নিচের কোনটি তরল, বরফাকারে কঠিন এবং জলীয় বাষ্পাকারে বায়বীয় অবস্থায়ও বিদ্যমান?

 ক) মাটি                     খ) পানি

 গ) নুড়িপাথর              ঘ) লোহা

৪৬. কোন বিজ্ঞানী গণিত ও ফলিত পদার্থবিদ্যার বিশেষ অবদান রাখেন?

 ক) আর্কিমিডিস           খ) থিওফ্রাসটাস

 গ) টলেমি                  ঘ) জাবির ইবনে হাইয়ান

৪৭. স্ক্রু গজ ব্যবহার করা হয় –

  1. তারের ব্যাসার্ধ নির্ণয়ে
  2. দন্ডের দৈর্ঘ্য নির্ণয়ে

iii. সরু চোঙের ব্যাসার্ধ নির্ণয়ে

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii                   খ) ii ও iii

 গ) i ও iii                   ঘ) i, ii ও iii

উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:

পদার্থবিজ্ঞানের সাথে জ্ঞান বিজ্ঞানের সকল শাকা সম্পর্কযুক্ত বৌতবিজ্ঞানের বাকী শাখা দুটি ছাড়াও জীববিজ্ঞানের সাথে পদার্থবিদ্যার সম্পর্ক রয়েছে। এছাড়া চিকিৎসা সাহিত্য জ্যোর্তিবিজ্ঞানে পদার্থবিজ্ঞানের অনেক অবদান আছে উড়ো জাহাজের মডেল যিনি তৈরি করেছিলেন তিনি ছিলেন মূলত চিত্রশিল্পী। খেলাধুলায় পদার্থবিজ্ঞানের সূত্র কৌশল ব্যবহার করে একে উন্নত করা হয়েছে।

৪৮. কোনটি ভৌত বিজ্ঞানের সমৃদ্ধশালী শাখা?

 ক) i ও ii                   খ) i ও iii

 গ) ii ও iii                  ঘ) i, ii ও iii

৪৯. কোনো বস্তু হতে শক্তির বিকিরণ নিরবিচ্ছিন্নভাবে ঘটে না – এই তত্ত্বের প্রবক্তা কে?

 ক) পাবলো পিকসো     খ) লিওনার্দো দা ভিঞ্চি

 গ) মাইকেল ফ্যারাড    ঘ) উইলবার রাইট

৫০. প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণকে বলা হয় –

 ক) i ও ii                   খ) i ও iii

 গ) ii ও iii                  ঘ) i, ii ও iii

 

 

 

সঠিক উত্তর:

১. (ক)   ২. (গ)   ৩. (খ)   ৪. (খ)   ৫. (গ)   ৬. (ঘ)   ৭. (ঘ)   ৮. (ঘ)   ৯. (গ)   ১০. (খ)   ১১. (ঘ)   ১২. (খ)   ১৩. (ক)   ১৪. (গ)   ১৫. (গ)   ১৬. (ক)   ১৭. (গ)   ১৮. (গ)   ১৯. (গ)   ২০. (খ)   ২১. (খ)   ২২. (ক)   ২৩. (গ)   ২৪. (ক)   ২৫. (খ)   

২৬. (ক)   ২৭. (গ)   ২৮. (ক)   ২৯. (খ)   ৩০. (খ)   ৩১. (ঘ)   ৩২. (খ)   ৩৩. (গ)   ৩৪. (গ)   ৩৫. (খ)   ৩৬. (ঘ)   ৩৭. (খ)   ৩৮. (খ)   ৩৯. (ঘ)   ৪০. (খ)   ৪১. (খ)   ৪২. (ঘ)   ৪৩. (ক)   ৪৪. (ক)   ৪৫. (খ)   ৪৬. (ক)   ৪৭. (গ)   ৪৮. (ক)   ৪৯. (গ)   ৫০. (খ)   

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!