Monday, December 23
Shadow

ডেনিমের অন্তর্বাসের দাম মাত্র ২১ হাজার ৮০০!

ডেনিমেরহাই ফ্যাশনে সবার আগেই মাথায় আসে ডেনিমের নাম। ব্যতিক্রমি ফ্যাশনের একটা পৃথক ঘরানা হয়ে উঠেছে এটি। শুধু টি-শার্ট আর জিন্সই নয়, এবার অন্তর্বাসও নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। এই অন্তর্বাসের দাম মাত্র ২১ হাজার ৮০০ টাকা। আর এটা নিয়েই সরগরম সোশ্যাল মিডিয়া।

ভারতের শীর্ষস্থানীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, কিছুদিন আগে হিরে বসানো ব্রা সংবাদ শিরোনামে ঝকঝক করছিল। ফ্যাশন শোতে সেই অন্তর্বাসের প্রদর্শনী এবং তার দাম নিয়ে গালভরা গল্প চলেছে বেশ কয়েকদিন। তবে হিরে বসানো না হলেও এবার বাজার গরম করছে ডেনিমের অন্তর্বাস।

এই অন্তর্বাসের দাম ৩১৫ ডলার অর্থাৎ ভারতীয় টাকায় ২১ হাজার ৮০০ টাকা। দামের কারণেই টুইটারে ঝড় তুলে দিয়েছে ডেনিমের অন্তর্বাস।
গরমে আরামদায়ক পোশাক হিসেবে বাজারে আমদানি হয়েছে এই অন্তর্বাসের। আর তা নিয়েই সোশ্যাল মিডিয়া জমে উঠেছে। তবে অনেকেই যেমন চোখ কপালে তুলেছেন তেমনই অনেকে একে গরমের ভালো অপশন হিসেবেও দেখেছেন।

একদল প্রশ্ন তুলেছেন, এ ধরনের অন্তর্বাস পরে কোথায় যাবে মানুষ? আর এক দলের প্রশ্ন, এমন জিনিসের প্রাসঙ্গিকতা কী তা নিয়ে।
ডেনিমের তরফে অবশ্য জানানো হয়েছে, ‘আপাতত কালো আর নীল ছাড়া অন্য কোনো রঙ পাওয়া যাবে না।’

তবে অনেকে নতুন রাস্তাও বাতলেছেন। তাদের কথায়, ‘ডেনিমের কাপড় কিনে জামার সঙ্গে আর্ন্তবাসও বানিয়ে নেব। তাহলে খরচা তুলনামূলক কম হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!