Monday, December 23
Shadow

বইমেলায় শিশুদের জন্য বই

বইমেলায় শিশুদের জন্য বই বিষয়ক আলোচনায় আজ থাকছে ধ্রুব নীলের বই নিয়ে আলোচনা।

শিশু ও কিশোর সাহিত্যে পরিচিত নাম ধ্রুব নীল। মূলত দুর্দান্ত সব গল্প ও অন্যরকম সব রোমাঞ্চ নিয়েই তার কাজ।

মেলার প্রসিদ্ধ প্রকাশনীতেই থাকছে তার বেশিরভাগ বই।  স্টল নম্বর ৩৭২।

এর মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা কুড়িয়েছে কিশোর থ্রিলার-অ্যাডভেঞ্চার রক্তদ্বীপ

আছে অতিপ্রাকৃতিক গল্প নিয়ে বই রক্তবন্দি

এর বাইরে তিনি লিখেছেন শিশুদের জন্য মজার সব গল্পের বই। এর মধ্যে আছে ‘টুঁ ও কিরিকপুরের ইঁদুরগুলো’। হ্যামিলনের বাঁশিওয়ালার গল্পটিই অন্যরকম সংস্করণ বলা যায় এটাকে। তবে এখানে ইঁদুরের হাতেই উল্টো ধরাশায়ী হয় সেই বাঁশিওয়ালা।

আছে ‘দৈত্যের ইচ্ছেপূরণ।’ এ গল্পটাও অন্যরকম। সবসময় আমরা দৈত্যকে দেখেছি অন্যের ইচ্ছেপূরণ করতে, এবার পূরণ হবে দৈত্যের ইচ্ছে।

আরও আছে একঝাঁক মজার গল্প নিয়ে রিটিন পাখি, বাটুল শাহ ও ফটেং, বাটুল শাহর কমিকস, সবুজ গ্রহে টিং।

একটু বড় ও প্রাপ্তমনস্ক পড়ুয়াদের জন্য আছে রোমান্টিক থ্রিলার ‘ছায়া এসে পড়ে’

বইমেলায় শিশুদের জন্য বই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!