Sunday, December 22
Shadow

ষষ্ঠ শ্রেণি বিজ্ঞান অধ্যায় ১ থেকে অধ্যায় ৪ : সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

ষষ্ঠ শ্রেণি বিজ্ঞান সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তরষষ্ঠ শ্রেণি বিজ্ঞান অধ্যায় -১ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ কয়টি?

উত্তর – ৮ টি

 

২. পরীক্ষণ বলতে কী বোঝায়?

উত্তর – পরীক্ষণ হচ্ছে বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার একটি পদ্ধতি।

 

৩. রাশি কী?

উত্তর – এই ভৌতজগতে যা কিছু পরিমাপযোগ্য তাকে রাশি বলে।

 

৪. মৌলিক একক কী?

উত্তর – যেসব একক অন্য কোনো এককের উপর নির্ভর করে না।

 

৫. যৌগিক একক কী?

উত্তর – যেসব একক একাধিক মৌলিক একক নিয়ে গঠিত হয়।

 

৬. এমকেএস বলতে কী বোঝায়?

উত্তর – মিটার, কিলোগ্রাম, সেকেন্ড।

 

৭. পরিমাপের সাধারণ পদ্ধতি কোনটি?

উত্তর – এসআই বা ইন্টারন্যাশনাল সিস্টেম অব ইউনিট।

 

৮. আলোক ঔজ্জ্বল্যের একক কী?

উত্তর – ক্যান্ডেলা।

 

৯. পদার্থের পরিমাণের একক কী?

উত্তর – মোল।

 

১০. এসআই-এর পূর্ণরূপ কী?

উত্তর – ইন্টারন্যাশনাল সিস্টেম অব ইউনিট।

 

১১. অ্যাম্পিয়ার কীসের একক?

উত্তর – বিদ্যুৎ প্রবাহের।

 

১২. ১ কিলোমিটার = কত মিলিমিটার?

উত্তর – ১,০০০,০০০ মিলিমিটার।

 

১৩. ভরের আন্তর্জাতিক একক কী?

উত্তর – কিলোগ্রাম।

 

১৪. আয়তন নির্ণয়ের সূত্র লেখ।

উত্তর – দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা।

 

১৫. আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের একক কী?

উত্তর – ঘনমিটার।

 

১৬. ১ মিলি = কত সিসি?

উত্তর – ১ সিসি

 

১৭. সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কী?

উত্তর – ঘন সেন্টিমিটার(cubic centimetre)  / সিসি

 

ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান প্রশ্ন ও উত্তর

 

১৮. একটি ইটের দৈর্ঘ্য ১০ মিটার, উচ্চতা ৫ সেন্টিমিটার এবং ক্ষেত্রফল ৫০ বর্গমিটার হলে, আয়তন কত?

উত্তর – ২.৫ ঘনমিটার।

[ ব্যাখা :

দৈর্ঘ্য ১০ মিটার, ক্ষেত্রফল ৫০ বর্গমিটার হলে,

আমরা জানি,

ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ

বা, প্রস্থ = ক্ষেত্রফল ÷ দৈর্ঘ্য

বা,  প্রস্থ = ৫০ ÷ ১০

সুতরাং, প্রস্থ = ৫ মিটার

আবার, দেওয়া আছে,

উচ্চতা = ৫ সেন্টিমিটার

=  ০.০৫ মিটার

আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা

=  ১০ × ৫ × ০.০৫

=  ২.৫ ঘনমিটার।  ]

 

১৯. তাপমাত্রার আন্তর্জাতিক একক কী?

উত্তর – কেলভিন।

 

২০. তাপমাত্রা প্রচলিত একক দুইটি কী কী?

উত্তর – সেলসিয়াস এবং ফারেনহাইট।

 

২১. একটি বই মেঝেতে যতটুকু স্থান দখল করে থাকে তাকে কী বলে?

উত্তর – ক্ষেত্রফল।

 

২২. একটি বস্তু পরিবেশে যতটুকু অবস্থান দখল করে তাকে কী বলে?

উত্তর – আয়তন।

 

২৩. একটি দেয়ালে কতগুলো ইট পাশাপাশি লাগানো যাবে তা কীভাবে নির্ণয় করবে?

উত্তর – ইটের ক্ষেত্রফল দ্বারা দেয়ালের ক্ষেত্রফল ভাগ করে।

 

২৪. ডাক্তারি থার্মোমিটারে তাপমাত্রার কোন একক ব্যবহার করা হয়?

উত্তর – ফারেনহাইট।

 

২৫. পরীক্ষণের কয়টি ধাপ রয়েছে?

উত্তর – ৭ টি।

 

২৬. বিজ্ঞানের সামগ্রিক ধারণা কী?

উত্তর – প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান।

 

২৭. যৌগিক এককের তিনটি উদাহরণ লেখ।

উত্তর – ক্ষেত্রফল, আয়তন, বেগ।

[ এছাড়াও রয়েছে কাজ, চাপ, ত্বরণ, বল ইত্যাদি  ]

 

ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান প্রশ্ন ও উত্তর

 

২৮. এফপিএস পদ্ধতির এককগুলো কী কী?

উত্তর – ফুট, পাউণ্ড, সেকেন্ড।

 

২৯. বিদ্যুৎ প্রবাহের আন্তর্জাতিক একক কী?

উত্তর – অ্যাম্পিয়ার।

 

৩০. এককের গুণিতাংশ বলতে কী বোঝায়?

উত্তর – একটি একক কে ব্যাবহারের ক্ষেত্র অনুযায়ী ছোট বা বড় করে ব্যবহার করা।

 

ষষ্ঠ শ্রেণি বিজ্ঞান অধ্যায় -২ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. জীবের প্রধান বৈশিষ্ট্যসমূহ কী কী?

উত্তর – চলন, খাদ্য গ্রহণ, প্রজনন, রেচন, অনুভূতি, শ্বাস – প্রশ্বাস, বৃদ্ধি, অভিযোজন।

 

২. রেচন প্রক্রিয়া কী?

উত্তর – যে প্রক্রিয়ায় জীবদেহে উৎপাদিত বর্জ্য পদার্থ বাইরে বের হয়।

 

৩. অভিযোজন কেন প্রয়োজন?

উত্তর – পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য।

 

৪. শ্রেণিকরণের সর্বাধুনিক পদ্ধতি আবিষ্কার করেন কে বা কারা?

উত্তর – মারগিউলিস এবং হুইটেকার।

 

৫. শ্রেণিকরণের সর্বাধুনিক পদ্ধতি কত সালে আবিষ্কৃত হয়?

উত্তর – ১৯৭৮ সালে।

 

৬. সর্বাধুনিক শ্রেণিকরণে জীবজগৎ কয়টি রাজ্যে বিভক্ত?

উত্তর – ৫ টি।

 

৭. কোন কোন রাজ্যের জীবের সুগঠিত নিউক্লিয়াস থাকে?

উত্তর – প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, এ্যানিমেলিয়া।

 

৮. প্লান্টি এবং এ্যানিমেলিয়া রাজ্যের জীবদের মাঝে একটি উল্লেখযোগ্য পার্থক্য কী?

উত্তর – প্লান্টি রাজ্যের জীব নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে কিন্তু এ্যানিমেলিয়া রাজ্যের জীব তা পারেনা।

 

৯. মানুষ কোন শ্রেণির জীব?

উত্তর – এ্যানিমেলিয়া।

 

১০. ছত্রাকের অপর নাম কী?

উত্তর – ফানজাই।

 

১১. উদ্ভিদের কোষপ্রাচীর কী দ্বারা নির্মিত?

উত্তর – সেলুলোজ।

 

১২. মাশরুম পরভোজী, এর কারণ কী?

উত্তর – এদের প্লাস্টিড নেই।

 

১৩. সমাঙ্গদেহী উদ্ভিদ বলতে কী বোঝায়?

উত্তর – যেসব উদ্ভিদের দেহ মূল, কান্ড, পাতায় বিভক্ত নয়।

 

১৪. মসে মূলের পরিবর্তে কী থাকে?

উত্তর – রাইজয়েড।

 

১৫. স্যাঁতস্যাঁতে ইট কিংবা দেয়ালে কোন উদ্ভিদটি জন্মাতে দেখা যায়?

উত্তর – মস।

 

১৬. একটি উভচর উদ্ভিদের উদাহরণ দাও।

উত্তর – মস।

 

১৭. অপুষ্পক উদ্ভিদের মাঝে সর্বোন্নত কোনটি?

উত্তর – ফার্ন।

 

১৮. অপুষ্পক উদ্ভিদ কী?

উত্তর – যেসব উদ্ভিদে ফুল হয়না।

 

১৯. কোন উদ্ভিদটি ছায়াযুক্ত পরিবেশে জন্মায়?

উত্তর – ফার্ন।

 

২০. যে উদ্ভিদে ফুল উৎপন্ন হয় তাকে কী বলে?

উত্তর – সপুষ্পক উদ্ভিদ।

 

২১. কাঠ প্রদানকারী উদ্ভিদ কোনগুলো?

উত্তর – সপুষ্পক উদ্ভিদ।

 

২২. পাইনাস উদ্ভিদে কী থেকে বীজ উৎপন্ন হয়?

উত্তর – ডিম্বক থেকে।

 

২৩. আবৃতবীজী উদ্ভিদে ডিম্বাশয় কীসে পরিণত হয়?

উত্তর – ফলে।

 

২৪. আবৃতবীজী উদ্ভিদের বীজ উৎপন্ন হয় কীসের মাধ্যমে?

উত্তর – ডিম্বক নিষেকের মাধ্যমে।

 

২৫. পুঞ্জাক্ষি কী?

উত্তর – অসংখ্য চোখের সমন্বয়ে যে চোখ গঠিত হয়।

 

২৬. পতঙ্গের দেহ কয়টি অংশে বিভক্ত, কী কী?

উত্তর – মস্তক, বক্ষ এবং উদর।

 

২৭. সিলেন্টেরন কী?

উত্তর – একটি বিশেষ শ্রেণীভুক্ত প্রানীদের দেহের মাঝে একধরনের ফাপা গহ্বর থাকে একেই সিলেন্টেরন বলে।

 

২৮. মেরুদণ্ডী প্রাণীদের চোখ কী প্রকৃতির?

উত্তর – সরল প্রকৃতির।

 

২৯. মেরুদণ্ডী প্রাণীদের কয়ভাগে ভাগ করা যায়?

উত্তর – ৫ ভাগে

৩০. কোন ধরনের প্রাণী জীবদ্দশায় ফুলকা ও ফুসফুস উভয়ের ব্যবহার দেখা যায়?

উত্তর – ব্যাঙ

 

৩১. রাইজোবিয়াম কোন পর্বের প্রাণী?

উত্তর – মনেরা

 

৩২. কোনো উদ্ভিদ স্বভোজি কিনা তা বুঝার প্রধান উপায় কী?

উত্তর – প্লাস্টিড, রং

 

৩৩. খাদ্য তৈরির দিক থেকে মানুষ কোন ধরনের প্রাণী?

উত্তর – পরভোজি

 

৩৪. কোন ধরনের উদ্ভিদে উন্নত পরিবহন কলা থাকে?

উত্তর – সপুষ্পক উদ্ভিদ।

 

৩৫. একটি আমগাছের বীজ কীরকম?

উত্তর – আবৃত

 

৩৬. টিকটিকি কোন ধরনের প্রাণী?

উত্তর – মেরুদণ্ডী, সরিসৃপ

 

৩৭. পতঙ্গ পর্বের প্রাণীদের পা সাধারণত কীরকম থাকে?

উত্তর – সন্ধিযুক্ত।

 

৩৮. পৃথিবীতে কোন ধরনের প্রাণীর আধিক্য রয়েছে?

উত্তর – পতঙ্গ।

 

৩৯. জেলি মাছ, হাইড্রা এ ধরনের প্রাণীদের দেহের মাঝে একটি ফাঁপা গহ্বর দেখা যায়, এটিকে কী বলে?

উত্তর – সিলেন্টেরন।

 

৪০. পাখি চেনার প্রধান বৈশিষ্ট্য কোনটি?

উত্তর – পালক।

 

ষষ্ঠ ্শ্রেণির গণিত সমাধান

ষষ্ঠ শ্রেণি বিজ্ঞান অধ্যায় -৩ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

 

১. জীবদেহের গঠন একক কী?

উত্তর – কোষ।

 

২. ক্লোরেরা নামক জীবে কয়টি কোষ থাকে?

উত্তর – একটি।

 

৩. কোন উপাদানের উপর ভিত্তি করে একটি কোষ জীবিত নাকী মৃত তা চেনা যায়?

উত্তর – প্রোটোপ্লাজম।

 

৪. সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন কে?

উত্তর – রবার্ট হুক।

 

৫. কোষের নামকরণ কে করেন?

উত্তর – রবার্ট হুক।

 

৬. একটি কোষ আদি নাকী প্রকৃত তা কীভাবে নির্ণয় করা হয়?

উত্তর – নিউক্লিয়াসের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে।

 

৭. কোষের আকার প্রদান করে কোনটি?

উত্তর – কোষপ্রাচীর।

 

৮. একটি উপাদান লেখ যা উদ্ভিদকোষে থাকলেও প্রাণীকোষে নেই।

উত্তর – কোষপ্রাচীর।

 

৯. কোষের কোন অঙ্গাণুটি পাশাপাশি দুইটি কোষের মধ্যে তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে?

উত্তর – কোষপ্রাচীর।

 

১০. জীবনের ভিত্তি বলা হয় কোন বিশেষ উপাদানকে?

উত্তর – প্রোটোপ্লাজম।

ষষ্ঠ ্শ্রেণির গণিত সমাধান

১১. কূপ বলতে কী বোঝায়?

উত্তর – কোষ প্রাচীরের ছিদ্র।

 

১২. কোষের মধ্যে জেলির ন্যায় বস্তুটি কোনটি?

উত্তর – প্রোটোপ্লাজম।

 

১৩. একটি কোষের প্রায় সবটুকু জুড়েই থাকে প্রোটোপ্লাজম, কথাটি কী সঠিক?

উত্তর – হ্যাঁ।

 

১৪. প্রোটোপ্লাজম কয়টি অংশে বিভক্ত?

উত্তর – ৩ টি।

 

১৫. ঝিল্লির অপর নাম কী?

উত্তর – মেমব্রেন।

 

১৬. কোষের মধ্যে সালোকসংশ্লেষণের স্থান কোনটি?

উত্তর – সাইটোপ্লাজম।

 

১৭. সবুজ প্লাস্টিড উদ্ভিদ দেহে খাদ্য তৈরির পাশাপাশি খাদ্য সঞ্চয় ও করে, কথাটি কি সঠিক?

উত্তর – না। সবুজ প্লাস্টিড খাদ্য তৈরিতে সাহায্য করে এবং বর্ণহীন প্লাস্টিড খাদ্য সঞ্চয় করে ।

 

১৮. কোষরস কোথায় থাকে?

উত্তর – কোষগহব্বরে।

 

১৯. কোষের ওপর কোনো চাপ এলে তা নিয়ন্ত্রণ করে কোনটি?

উত্তর – কোষগহব্বর।

 

২০. কোষের পাওয়ার হাউজ কোনটি?

উত্তর – মাইটোকন্ড্রিয়া।

 

২১. কোষের পাওয়ার হাউজের আকৃতি কেমন হতে পারে?

উত্তর – দন্ডাকার, বৃত্তাকার বা তারকাকার।

 

২২. শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে কোষের কোন অঙ্গাণু?

উত্তর – মাইটোকন্ড্রিয়া।

 

২৩. মাইটোকন্ড্রিয়ায় কয়টি ঝিল্লি থাকে?

উত্তর – দুইটি।

 

২৪. কোষের সকল ধরনের শারীরবৃত্তীয় কাজ কে নিয়ন্ত্রণ করে?

উত্তর – নিউক্লিয়াস।

 

২৫. নিউক্লিয়ার ঝিল্লি বলতে কী বোঝায়?

উত্তর – নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি।

 

২৬. কোন অঙ্গাণুটিতে ক্রোমাটিন তন্তু লেগে থাকে?

উত্তর – নিউক্লিওলাস।

 

২৭. জীবের বৈশিষ্ট্য বহন করে কোন কোষীয় অঙ্গাণু?

উত্তর – ক্রোমাটিন তন্তু।

 

২৮. কোষের বৃদ্ধিতে ভূমিকা রাখে কোনটি?

উত্তর – ক্রোমাটিক তন্তু।

 

২৯. অনেকগুলো একজাতীয় কোষ মিলে কী গঠন করে?

উত্তর – কলা বা টিস্যু।

 

৩০. পানি সঞ্চয় করে রাখতে পারে এমন একটি উদ্ভিদের নাম লেখ।

উত্তর – ফণিমনসা।

 

 

ষষ্ঠ শ্রেণি বিজ্ঞান অধ্যায় -৪ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

 

১. উন্নত উদ্ভিদ কয় ধরনের?

উত্তর – দুই ধরনের।

 

২. ধান, একবীজপত্রী নাকী দ্বিবীজপত্রী?

উত্তর – একবীজপত্রী।

 

৩. উদ্ভিদের মূল বাদে বাকি অংশগুলোকে একত্রে কী বলা হয়?

উত্তর – বিটপ।

 

৪. শীর্ষ মুকুল কোন অংশের অন্তর্ভুক্ত?

উত্তর – কান্ড।

 

৫. আবৃতবীজী উদ্ভিদে ফল কীসের পরিণত রূপ?

উত্তর – ডিম্বাশয়।

 

৬. মূল কয় ধরনের হতে পারে?

উত্তর – দুই ধরনের।

 

৭. আম গাছে কোন ধরনের মূল দেখা যায়?

উত্তর – স্থানিক মূল।

 

৮. কোন ধরনের মূল কান্ড ও পাতা থেকে উৎপন্ন হয়?

উত্তর – অস্থানিক মূল।

 

৯. ভ্রূণমূল নষ্ট হয়ে কী ধরনের মূল তৈরি হতে পারে?

উত্তর – গুচ্ছ মূল।

 

১০. বটের ঝুড়িমূল কোন ধরনের মূল?

উত্তর – অগুচ্ছ মূল।

 

১১. উদ্ভিদ যে শক্তভাবে মাটির সাথে আটকে থাকে তা কীসের জন্য সম্ভব হয়?

উত্তর – মূল।

 

১২. মূলের একটি বিশেষ অঞ্চল থেকে পানি ও খনিজ লবণ শোষিত হতে পারে। এ অংশটিকে কী বলে?

উত্তর – মূলরোম।

 

১৩. কান্ডের কোন অংশটি থেকে পাতা বের হয়?

উত্তর – পর্ব বা সন্ধি।

 

১৪. কান্ডের কোন অংশটি গাছের বৃদ্ধিতে ভূমিকা রাখে?

উত্তর – পর্বমধ্য।

 

১৫. কাক্ষিক মূকুল কোথায় জন্ম হয়?

উত্তর – পত্রকক্ষে।

 

১৬. পত্রকক্ষ কী?

উত্তর – কান্ডের সাথে পাতা যে কোন সৃষ্টি করে।

 

১৭. শাখান্বিত কান্ড কী কী ধরনের হতে পারে?

উত্তর – মঠ আকৃতির, গম্বুজ আকৃতির এবং তৃণ কান্ড।

 

১৮. ক্রিসমাস ট্রি’র কান্ড কোন ধরনের?

উত্তর – মঠ আকৃতির।

 

১৯. কোন ধরনের কান্ডে পর্ব ও পর্বমধ্য খুবই স্পষ্ট?

উত্তর – তৃণ কান্ডে।

 

২০. আরোহিণী উদ্ভিদের কান্ড কীরকম হতে পারে?

উত্তর – দুর্বল।

 

২১. কোন ধরনের কান্ড মাটির উপর সমান্তরালে বৃদ্ধি পায়?

উত্তর – ক্রিপার বা লতানো।

 

২২. শিম গাছে কোন ধরনের কান্ড দেখা যায়?

উত্তর – আরোহিণী বা ক্লাইম্বার।

 

২৩. পাতায় প্রস্তুত খাদ্য কীসের মাধ্যমে পুরো উদ্ভিদে ছড়ায়?

উত্তর – কান্ড।

 

২৪. একটি আদর্শ পাতায় কয়টি অংশ থাকে?

উত্তর – ৩ টি।

 

২৫. মস উদ্ভিদের পাতা কীরকম হয়?

উত্তর – অপ্রকৃত।

 

২৬. পত্রমূল ও পত্রফলক যুক্ত হয় কীসের মাধ্যমে?

উত্তর – বৃন্ত বা বোঁটা।

 

২৭. উপপত্র কী?

উত্তর – উদ্ভিদের পত্রমূলের পাশ থেকে যে ছোট পত্রসদৃশ অংশ বের হয়।

 

২৮. ফলকের কিনারাকে কী বলে?

উত্তর – পত্র কিনারা।

 

২৯. উদ্ভিদের শ্বসন অঙ্গ বলা যায় কোনটিকে?  বা উদ্ভিদে গ্যাসের আদান প্রদান হয় কীসের মাধ্যমে?

উত্তর – পাতা।

 

৩০. পাতা কীভাবে অতিরিক্ত পানি পরিবেশে বের করে দেয়?

উত্তর – বাষ্পাকারে।

 

৩১. অনুফলক কাকে বলে?

উত্তর – প্রতিটি পাতায় যে ছোট ছোট ফলক থাকে তাকে অনুফলক বলে।

 

৩২. র‍্যাকিস কী?

উত্তর – অনুফলক বা পত্রকগুলো যে দন্ডে সাজানো থাকে তাকে র‍্যাকিস বা অক্ষ বলে।

 

৩৩. যৌগিক পত্র কী কী ধরনের?

উত্তর – দুই ধরনের।  পক্ষল যৌগিক পত্র এবং করতলাকার যৌগিক পত্র।

 

৩৪. পর্ব থেকে সৃষ্ট চ্যাপ্টা অংশটি কী?

উত্তর – পাতা।

 

৩৫. একটি সরল পত্রের প্রধান শিরাকে কী বলে?

উত্তর – মধ্যশিরা।

ষষ্ঠ ্শ্রেণির গণিত সমাধান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!