ওদের ক্রিকেট
আহসানুল হক
সিংহ মামা বোলিং করে
শেয়াল ধরে ব্যাট
আম্পায়ারিং করবে ময়ূর
চিতা রানিং মেট
বানরগুলো দেয় ফিল্ডিং
মাথায় পাতার হ্যাট
হাতি, ঘোড়া কিনল টিকেট
দেখতে যে ক্রিকেট!
যায় না তো বাদ হরিণ-কুমির
সাজায় মাঠ ও গেট
হুতুম প্যাঁচা কোথায় গেল?
থার্ড আম্পায়ারই লেট?
Post Views: 594